ভ্রম - এম. জে. বাবু Vromo by M J Babu

ভ্রম - এম. জে. বাবু Vromo by M J Babu

ভ্রম
এম. জে. বাবু

প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস,
তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ।
এই বাংলাদেশের লেখক এর লেখনীর সাথে এই আমার প্রথম পরিচয়। ২২ শে শ্রাবণ। এক ফোঁটা বৃষ্টি নেই কোথাও। একটি ছেলে কে একটি মেয়ে কয়েকটি রবীন্দ্রনাথ এর বই দিয়ে একটি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে বলে। এই যাত্রাপথে আমরা ঐ ছেলে টির ফ্ল্যাশব্যাক এ মনে পরা পুরানো ঘটনা শুনবো। আর সেই সাথে চোখে চিকন কাজল, কপালে ছোট টিপ, হাতে রঙবেরঙের চুড়ি পরা ঐ ছেলে টির প্রেমিকা র মিষ্টি
কথা শুনব।
শুরু থেকে খুব মজার ছলে, হাস্যকৌতুক সহযোগে লেখক বর্ণনা করেছেন, এত পর্যন্ত আপনার বই টিকে প্রেমের উপন্যাস বলেই মনে হবে। শেষ দুটি অধ্যায় এ গল্পের ক্লাইম্যাক্স আকাশ ছোঁবে।
খুব সহজ সরল ভাষায় জীবনের আনন্দময় অংশ ও কষ্ট, বাস্তব আর কল্পনা মিশিয়ে দিয়েছেন, কল্পনার রাজ্যে আমরা সবাই বোধকরি এতটাই সুখী হয়ে যাই।তখন ও আমরা জানি না আমাদের জন্য কি নিষ্ঠুর বাস্তব অপেক্ষা করে আছে।

রিভিউটি লিখেছেনঃ Riya

Post a Comment

0 Comments