পাঠ প্রতিক্রিয়া নাম- সুবর্ণদ্বীপ
লেখক-বিবেকানন্দ ভট্টাচার্য
বুক হোমা, ১৯৬২
একটি রাজতন্ত্রে পরিচালিত সমাজ ব্যবস্থাকে ভেঙ্গে দিয়ে কিভাবে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় তা দেখা গেছে এই উপন্যাসে। সুবর্ণদ্বীপে রাজতন্ত্র চলছে। রাজকন্যার স্বয়ম্বর সভা হবে। সবাই আমন্ত্রিত। সভাতে রাজকন্যা কাউকেই পছন্দ করল না। সে চায়, সাধারন মানুষরাও আসুক। আসলে, সে এক জনকে পছন্দ করে, যে কিনা সব রাজপুত্রদের নৌকা বাইচে হারিয়েছে। সে এক চাষির ছেলে। সেইখান থেকেই সমস্যার সৃষ্টি। রাজার অহংকার থেকে চাষিদের উপর অত্যাচার, ও তারপর দুই রাজপুত্রর সিংহাসন দখল করা। বিদ্রোহীদের এবং রাজা-রানি কে বন্দি করা।
এরপর আসে প্রবীণ রাজবৈদ্য, আসে পথিকৃৎ হয়ে। শুরু হয় রাজকন্যার সাধারণ মানুষের সাথে মেশা। বিদ্রোহীদের এবং রাজা-রানি কে গোপনে গ্রামে আনা হয়। শুরু হয় গণতন্ত্রের উত্থান। সব শেষে একটি ছোট লড়াইয়ের ভিতর দিয়ে গণতন্ত্রের প্রতিষ্ঠা।
উপন্যাসটি একটি রূপকথার মোড়কে পরিবেষণ করা হয়েছে। সর্বপরি শিশুদের জন্য সহজ পাঠ্য। রাজতন্ত্র এবং গণতন্ত্রের পার্থক্য বোঝাতে যে সহজ ভাষা ব্যবহার করা হয়েছে তা সত্যই খুব ভাল। শিশুরা খুব সহজেই তা বুঝতে পারবে।
রিভিউটি লিখেছেনঃ Dr Sayan Das
0 Comments
আপনার মতামত লিখুন।