শার্লক হেবো, নারায়ণ সান্যাল
বুদ্ধিদীপ্ত গোয়েন্দা কাহিনী রচনায় নারায়ণ সান্যাল সিদ্ধহস্ত। একথার পুনঃপ্রমাণ মেলে এই বইটিতে। বইটি পড়ে Encyclopedia Brown চরিত্রটির কথা মনে পড়ে যায় বটে তবে হেবো নিজেকে স্বতন্ত্র, বুদ্ধিমান, ছোট গোয়েন্দা হিসেবে সফলভাবে প্রতিষ্ঠিত করে। এছাড়া যে ধাঁধা এখানে ব্যবহার করা হয়েছে তা পাঠককেও ভাবতে বাধ্য করে।
পরিশেষে বলা যায়, স্বল্পচর্চিত তবে ক্ষুরধার বুদ্ধির হেবোর কীর্তি পাঠকরা পড়ে দেখতেই পারেন। কথা দিতে পারি, বইটি শেষ হলে আপনাদের মুখে একটি হাসির রেখা অবশ্যই ছেড়ে যাবে।
রিভিউটি লিখেছেনঃ
0 Comments
আপনার মতামত লিখুন।