বই- শাহজাদির আশিক
লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্ত
প্রকাশনা- দে'জ পাবলিশিং
মুল্য ২৫০ টাকা
তিনটি ভিন্ন ঐতিহাসিক সময়ের নিরিখে রচিত তিনটি পৃথক উপন্যাস গ্রন্থিত হয়েছে এই বইটিতে।
১. পরমান্ন চন্দ্রগুপ্ত মৌর্য, তাঁর গুরু বিষ্ণুশর্মা বা কৌটিল্য চানকা এবং | মৌর্য পুত্র বিন্দুসার কে ঘিরে রচিত এই উপন্যাস। চন্দ্রগুপ্তের দ্বিতীয়া স্ত্রী মূর্খরার পুত্র বিন্দুসারের নামকরণের কল্পনামিশ্রিত ঐতিহাসিক কাহিনী এটি।
২. রক্ত আরতি দক্ষিণ ভারতের বিজয়নগরে রাজা বিরূপাক্ষ দেবের আমলে সেনাপতি মামুদ গাউসের নেতৃত্বে বাহমনি আক্রমণ, সেই আক্রমণের প্রতিরোধ ও রাজা নরসিংহ দেবের উত্থান কাহিনী সমৃদ্ধ এটি এই বইয়ের দ্বিতীয় উপন্যাস ।
শাহজাদির আশিক মুঘল সম্রাট আওরঙ্গজেবের জেষ্ঠ্যা কন্যা জেব- উন-নিশা ও তার প্রেমিক লাহোরের শাসনকর্তা আকিল খান রেজা র প্রেম কাহিনী অনুসারে রচিত এই উপন্যাসটির নামেই বইটির নাম।
ব্যক্তিগত মতামত অন্যতম পছন্দের সাহিত্যিকের ইতিহাস আশ্রয়ী উপন্যাস গুলি পড়তে ভালই লাগে। কিন্তু ইদানিং দেখছি সাহিত্যিকের কলমের নিব যেন একটু ভোঁতা হয়েছে। ব্যাপারটা কেমন জানেন? বিরিয়ানি খেতে গিয়ে যদি পোলাও খেয়ে সন্তুষ্ট হতে হয়, অনেকটা সেইরকম। এছাড়াও আমার মতো মূর্খ পাঠকের চোখেও অন্ততপক্ষে তিনটি ঐতিহাসিক তথ্য সম্পর্কিত ভুল চোখে পড়েছে যা হিমাদ্রি বাবুর মতো প্রথিতযশা সাহিত্যিকের থেকে আশা করা যায় না। কোথাও মনে হয়েছে গল্পটি জোর করে শেষ করে দেওয়া হল কোথাও বা জোর করে বাড়ানো হয়েছে গল্পটিকে। আশা করবো মাননীয় সাহিত্যিক আবার স্বমহিমায় ফিরবেন এবং আরো অনেক সুন্দর সুন্দর উপন্যাস আমাদের উপহার দেবেন। ১০ এর মধ্যে বইটিকে ৬ দিলাম আমি।
রিভিউটি লিখেছেনঃ Jyotirmay
0 Comments
আপনার মতামত লিখুন।