রেল মানুষের তদন্ত কথা - তুষার সদ্দার Rail Manusher Todontakotha by Tushar Sardar

রেল মানুষের তদন্ত কথা - তুষার সদ্দার Rail Manusher Todontakotha by Tushar Sardar

রেল মানুষের তদন্ত কথা
তুষার সদ্দার 
অভিযান প্রকাশনী

আমরা প্রত্যেকেই কোন না কোন জীবিকার সাথে জড়িত থাকায় সেই পেশা সংশ্লিষ্ট বিভিন্ন অভিজ্ঞতা থাকলেও অন্যান্য পেশার কর্মজীবনের অভিজ্ঞতা জানার সুযোগ আমাদের সহজে হয় না। ভগিরথ মিশ্রের আমলাগাছি ও তপন বন্দোপাধ্যায়ের লালফিতে বইগুলি যেমন আমাদের আমলা জীবনের বিভিন্ন অম্লমধুর অভিজ্ঞতার কথা জানায় তেমনই তুষার সদ্দার মহাশয় লেখা রেলমানুষের আত্মকথা বইটি আমাদের তার রেলে কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা আমাদের জানায়। এই কাহিনীগুলি একবার পড়তে শুরু করলে শেষ না করে রাখার উপায় নেই। এর মধ্যে সৎ, অসৎ লোভী, মহান বিভিন্ন ধরনের চরিত্রের মানুষতো আমরা দেখতে পাই উপরন্ত লেখক নিজেকেও যে সর্বদা পজেটিভ চরিত্র হিসেবে দেখিয়েছেন তেমন নয় নিজের মনের ধূসর দিকও তুলে ধরেছেন নানা কাহিনীতে। রেলের ক্রেম বিভাগের তদন্তকারী হিসাবে লেখকের নেয়া অনেক সিদ্ধান্ত রেলের তৎকালীন চলতি নিয়মকানুন এর বাইরে বেরিয়েছে, পাঠকরা হয়তো সব ক্ষেত্রে লেখকের সিদ্ধান্তের সাথে সহমত হতে পারবেন না। আমাদের চারপাশে বসবাসকারী সাধারণ মানুষজন লোভে পড়ে কিছু ক্ষেত্রে যে কি কুটিল প্রতারণার আশ্রয় নিতে পারেন তা নানা গল্পে খুব চিত্তাকর্ষক ভাবে লেখক তুলে ধরেছেন। তার বর্ণনার ভঙ্গি সহজ ও আড়ষ্টতাহীন। এই বইটি এক নিঃশ্বাসে শেষ করার মতো বই এবং বইটির দ্বিতীয় ভাগের জন্য পাঠক নিশ্চয়ই অপেক্ষা করে থাকবে।

রিভিউটি লিখেছেনঃ Arijit 

Post a Comment

0 Comments