বই : দ্য পারফেক্ট মার্ডার
লেখক : পিটার জেমস
অনুবাদক: রাফায়েত রহমান রাতুল
প্রকাশনা : ভূমিপ্রকাশ
পিটার জেমস এর এই গতিময় থ্রিলার নভেলার শুরুটাই হয় ভিক্টর স্মাইলির মাথায় চলতে থাকা তার নিজের স্ত্রী জোয়ানকে খুনের পরিকল্পনার কথা দিয়ে। দীর্ঘ দাম্পত্য জীবন পার করে আসার পর তাদের সম্পর্কে আর মাধুর্য্যের লেশমাত্র অবশিষ্ট নেই, পড়ে আছে শুধুই তিক্ততা। ছোটখাটো নানা বিষয় নিয়ে দিনরাত তাদের মধ্যে ঝগড়া লেগেই রয়েছে। এর ফলে জোয়ান আসক্ত হয়ে পড়েছে পরপুরুষে আর ভিক্টর শান্তি খুঁজে নিচ্ছে বারবনিতার নিভৃত আশ্রয়ে। দুজনেই দুজনের পথের কাঁটা হয়ে ওঠায় একে অপরকে চিরতরে শেষ করে দেওয়ার সুযোগ খুঁজছে দুজনেই। এর পরই নানা ঘটনার আবর্তে কার খুনের পরিকল্পনা সবচেয়ে নিখুঁত হতে চলেছে সেটা জানতে হলে পড়তেই হবে এই সাইকোলজিক্যাল থ্রিলার নভেলাটি।
শেষের টুইস্টটি একটু predictable লাগলেও গতিময়তা সেই ত্রুটি অনেকটাই পূরণ করে দিতে পেরেছে। অনুবাদের ভাষা মাঝারিমানের, আরো ভালো হতে পারতো। কয়েকটি ছোট plothole থাকলেও এক বসায় পড়লে মন্দ লাগবে না।
ব্যক্তিগত রেটিং : ৬.৫/১০
রিভিউটি লিখেছেনঃ Soumya Deep Datta
0 Comments
আপনার মতামত লিখুন।