পেমিয়াংচির লুপ্ত মা - অতীন জানা Pemiyangchir Lupta Maa by Atin Jana

পেমিয়াংচির লুপ্ত মা - অতীন জানা Pemiyangchir Lupta Maa by Atin Jana

বই: পেমিয়াংচির লুপ্ত মা 
অতীন জানা
প্রকাশক ও মুদ্রক: কিশলয় প্রকাশন 
মূল্য: ১২৫ টাকা


গত ৭ই ও ৮ই জানুয়ারী, ২০২৩ তারিখে, টাকী স্কুল (শিয়ালদহ) বার্ষিক পুণর্মিলন উৎসব উপলক্ষ্যে আয়োজিত বইমেলায় দেব সাহিত্য কুটীর, দীপ প্রকাশন, কিশলয় প্রকাশন প্রমুখ বেশ কিছু প্রকাশনার বইয়ের ভালোই সম্ভার ছিলো এবং টাকী স্কুলের প্রাক্তন ছাত্র হিসাবে সেই উৎসবে যোগ দিতে গিয়েই যথারীতি আমি বইয়ের সমুদ্রে অবগাহন করলাম। দেখলাম, যে সকল বই আমার দন্তসফুটের যোগা, সেগুলির অধিকাংশই আমার আছে। প্রায় হতাশার শেষ সীমায় পৌঁছে গেছি নিজের স্কুলের বইমেলা থেকে কোনোও বই কিনতে পারছি না ভেবে লজ্জায় অধোবদন হয়ে যাচ্ছি - তখনই দীপ ও কিশলয় প্রকাশন আমার মুখরক্ষা করলো। দুই প্রকাশনা থেকে মোট তিনটি বই কিনে ফেললাম। তাদের মধ্যে থেকেই একটির পর্যালোচনা আজ লিখতে চলেছি আমি। বইটির নাম "পেমিয়াংচির লুপ্ত লামা। লেখক: অতীন জানা। হার্ডবাউণ্ড বইটি মাত্রই ৯৬ পৃষ্ঠার, দুটি গল্প আছে। প্রথমটি হলো, নীলাচলধাম রহস্য" ও দ্বিতীয়টি বইয়ের শিরোনাম, "পেমিয়াংচির লুপ্ত লামা। দুটিই রহস্য কাহিনীর প্রথমটি পুরীর একটি ঘটনা নিয়ে ও দ্বিতীয়টির প্রেক্ষাপট সিকিমে। প্রথম গল্পটিতে পুরীর সৎসঙ্গ আশ্রমে কিছু অনভিপ্রেত ঘটনা ও তারপর একটি খুন গোয়েন্দার সন্দেহ বাড়ায়। প্রায় নিজের আগ্রহেই সে তদন্ত করে কিন্তু বারবার সে চৈতন্যদেবের অন্তর্ধান রহস্য কেন টেনে আনছে?
দ্বিতীয় গল্পে সিকিমের এক মনাস্তা থেকে হারিয়ে যায় একটি দুষ্প্রাপ্য প্রাচীন পুঁথি এবং তার নকল যে ঘটনাকে মনাস্ত্রীর কেউই প্রথমে তেমন গুরুত্ব দেননি। পুঁথির সন্ধান করতে গিয়ে শতবর্ষোর্থ লামা মিলারাপার সম্বন্ধে কোনোও কি নতুন তথ্য পাওয়া যাবে? প্রথম কাহিনীটি ২০১৪ সালে সন্দেশ পত্রিকার নববর্ষ সংখ্যায় প্রকাশিত হয়েছিলো। দ্বিতীয়টি সরাসরি এই বইটিতেই। মূলতঃ কিশোরপাঠ্য এই কাহিনীম্বয়ের একমোম্বিতীয়ম গোয়েন্দা ধারক রুদ্র (যার ডাকনাম, "হেদো”) আর তার সহকারী তথ্য লেখক অতনুর মধ্যে রসায়ন আমার চোখে কখনোও ব্যোমকেশ-অজিত আবার কখনোও পরাশর- কৃত্তিবাসের মতো হয়ে ধরা দিয়েছে। অত্যন্ত সহজ সরল ভাষায় লেখক রহস্যের জাল বুনেছেন, ছাড়িয়েছেনও যথেষ্ট দক্ষ হাতে। সেই জন্যে সাম্প্রতিক কালে সংগৃহীত তথা পঠিত প্রচুর দুরূহ বিষয় সম্বলিত রহস্যকাহিনীর ভিড়েও এই কাহিনীটি আমার হৃদয়ে আলাদা জায়গা করে নিতে সমর্থ হলো। তার সব থেকে কারণ, লেখক তো নস্টালজিয়ায় সুড়সুড়ি দিয়েছেন। রহস্য উদ্ঘাটনের কাজে গোয়েন্দা হীরক রুদ্রর আসল হাতিয়ার হলো মগজাস্ত্র।
পর্যালোচকের রেটিং: ৭/১০

রিভিউটি লিখেছেনঃ Srijit Mitra

Post a Comment

0 Comments