মুক্তির যুদ্ধ যুদ্ধেই মুক্তি
বিভাস রায়চৌধুরী
বিভা পাবলিকেশন
১৯৭১। বাঙালি জাতির ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সাল। সে ছিল এক উত্তাল সময়। এপার বাংলায় নকশাল আন্দোলন ওপার বাংলায় স্বাধীনতার যুদ্ধ।
যদিও বইটির বিষয় এপার বাংলা নিয়ে নয়।
পশ্চিম পাকিস্তানের বঞ্চনা আর অত্যাচার এর হাত থেকে বাঁচার জন্য শেখ মুজিবর রহমান ২৬ মার্চ ১৯৭১ সালে বাংলাদেশ কে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করলেন এবং পাকিস্তানের থেকে আলাদা হতে চাইলেন।
কিন্তু স্বাধীনতা কি এত সহজে আসে??
এই ঘোষণার পরই পশ্চিম পাকিস্তানের সরকার সর্ব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) ওপর। ভারত ও হাত গুটিয়ে বসে থাকল না। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেখলেন পাকিস্তান কে দুর্বল করার এই সুযোগ। তিনিও মুজিবর রহমান কে সম্পূর্ন সহযোগিতা করলেন। লেগে গেল রক্তক্ষয়ী যুদ্ধ, আমরা যাকে মুক্তিযুদ্ধ বলে জানি। প্রায় 9 মাস ধরে যুদ্ধ চলার পর অবশেষে 16 ডিসেম্বর 1971 এ পাকিস্তান হার স্বীকার করে। পৃথিবীর মানচিত্রে যোগ হয় এক নতুন রাষ্ট্র, বাংলাদেশ।
এই বইয়ে সেই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশন, স্ট্রাটেজি, ইত্যাদি বিষয় নিয়ে তথ্যসমৃদ্ধ লেখা রয়েছে।
এই বইয়ে পাবেন বাংলাদেশি মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনার সাহস, বলিদান, এবং বীরত্বের আখ্যান।
ব্যক্তিগত রেটিং 4/51
রিভিউটি লিখেছেনঃ Shyam
0 Comments
আপনার মতামত লিখুন।