মৃত্যুর রং কালো - কল্যাণ সরকার Mrityur Rong Kalo by Kalyan Sarkar

মৃত্যুর রং কালো - কল্যাণ সরকার Mrityur Rong Kalo by Kalyan Sarkar

মৃত্যুর রং কালো 
কল্যাণ সরকার


কমবেশি ভৌতিক গল্পের বই পড়েছি কিন্তু তা আমার পাঠক মন কে তেমন খুশি করেনি। সবেতেই তন্ত্র, কিম্ভুত কিমাকার দর্শন ধারী প্রাণী, কঙ্কাল এসব নিয়ে এসে জোর করে ভয় আনার চেষ্টা করা হয়েছে যা বিরক্তিকর।
এই বই টা ব্যতিক্রম লাগল।
মোট তিনটি গল্প আছে।
১) ছিন্নমস্তা
দুষ্টের দমনে মা ছিন্নমস্তা স্বয়ং মর্ত্যে আবির্ভূত। এখানে আমরা সমাজের কেউকেটা মন্ত্রী ও তাদের কাজে সাহায্য কারী দুষ্টু লোকেদের আসল স্বরূপ উঠে আসতে দেখব।
২) শাপমুক্তি
এটা একটা ট্র্যাজিক গল্প। ভয় এর থেকে ও এখানে যেটা উঠে এসেছে সেটা হল বিনা কারণে একটি পরিবার কে ধ্বংস করে এক ডাইনী। কিভাবে? জানতে হলে পড়তে হবে।
৩) মৃত্যুর রং কালো
বই যদি সিনেমা হয় এই গল্প সেই সিনেমার নায়ক। দারুন। শেষ হওয়ার ঘন্টা খানেক পর ও এর আতঙ্ক আপনার বুক জুড়ে থাকবে, আপনাকে ক্রমাগত ভয় পাওয়াবে। ইতালির এক নিষিদ্ধ দ্বীপ যেখানে ১৮১৪ সালে প্লেগ রোগে যারা ই আক্রান্ত হত তাদের ওখানে পাঠানো হত
আইসোলেশনে। জীবন্ত মারা হত, তাই আজ ও ওখানে ছড়িয়ে রয়েছে চারদিকে আত্মা দের হাহাকার। ভারত থেকে অদম্য কৌতূহল নিয়ে একজন যাচ্ছে ওখানে গবেষণা করতে। এরপর তার সাথে যা ঘটে........ মারাত্মক।
কল্যাণ বাবু আরো এ ধরনের গল্প লিখুন। আমরা তবে পড়ার সুবিধা পাবো।

রিভিউটি লিখেছেনঃ Riya

Post a Comment

0 Comments