মৃত কৈটভ - সৌরভ চক্রবর্তী Mrita-kaitav || Sourav Chakraborty

মৃত কৈটভ - সৌরভ চক্রবর্তী Mrita-kaitav || Sourav Chakraborty

মৃত কৈটভ 
সৌরভ চক্রবর্তী


বইটা আমি ৬০ পাতা মতো পড়েছি এবং বলতে বাধ্য হচ্ছি যে এত বাজে এডিটিং এখনকার বইতে আমি আজ পর্যন্ত দেখিনি।
প্রায় প্রতি পাতায় অজস্র বানান ভুল। যার নাম কাঞ্চন তাকেই কণিষ্ক বলছে।
দশ জন মানুষ অলৌকিক পশুর হাতে খুন হল, প্রায় গোটা গ্রাম ভূত হয়ে গেল, তবু একটা ? চিহ্ন নেই। কোথাও নেই একটা বিস্ময়সূচক চিহ্ন।
লেখকের লিখনী শক্তি কথা আর বলছি না। যে কোনো পাতা খুললে অন্তত ৪০% বাক্য তিন বা চার শব্দের
চিৎকার করে উঠল দুজনে।
শয়তান এবার স্থির হল।
চারিদিকে তাকাল সে। তখনই গুলির শব্দ হল । গ্রামবাসীরা চমকে উঠল। সে সামলে নিয়েছে।
সিনহা খুশি হলেন।
 পরপর তিন পাতায় একবার করে একই বাক্য লেখা-
সকলে একপ্রস্থ হেসে নিল।
সবাই একত্রে হেসে উঠলেন। সবাই হেসে উঠল।
গল্পটা খারাপ নয় মোটেই। কিন্তু সেদিক মন দেওয়ার সুযোগ পাওয়া দুষ্কর।
রেটিং দিতে চাই না।

রিভিউটি লিখেছেনঃ ন্যাদোশ

Post a Comment

0 Comments