মেঘের ফাঁকে নীল - অভিমন্যু রায় Megher Fake Nil by Abhimanyu Ray

মেঘের ফাঁকে নীল - অভিমন্যু রায় Megher Fake Nil by Abhimanyu Ray

উনিশশো সাতাশির শিল্ড ফাইনালে কোনও এক রহস্যময় কারণে ফার্স্ট ইলেভেন থেকে বাদ পড়েছিলেন বাচস্পতি দত্ত। অথচ সেই সময় তিনি জাতীয় দলের দরজায় কড়া নাড়ছিলেন। সেই ম্যাচের পর জীবনের সেরা ফর্মে থেকেও নিঃশব্দে ময়দান ছেড়ে দিতে হয় ওঁকে। এমনকী কোচ সজল ভট্টাচার্যকেও ময়দান আর খুঁজে পায়নি। তিরিশ বছর পর প্রতিভাবান তরুণ ফুটবলার দীপন সেনগুপ্ত কীভাবে জড়িয়ে পড়লেন বাচস্পতি দত্তের সঙ্গে? কেরিয়ারের শুরুতেই কি তার পরিণতি হবে বাচস্পতি দত্তের মতো ? নাকি শাসক দলের নেতা ভবানী হালদারের মেয়ে রুক্মিণীর সঙ্গে প্রেমের সম্পর্ক তাকে আরও বিপদে ফেলবে ? অন্যদিকে রুক্মিণীও কি পারবে প্রভাবশালী বাবার হাত থেকে তার ভালোবাসার মানুষকে বাঁচাতে ? নাকি অসহায় হার মেনে নিতে হবে দুজনকেই। এই অবস্থায় দীপ আর রুকুর এই সম্পর্কের মধ্যে কীভাবে জড়িয়ে পড়লেন সম্ময় নন্দীর মতো প্রখ্যাত সাংবাদিক বা সঞ্জয় গোপের মতো একজন ব্যর্থ মানুষ , যার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল এলাকার ‘দাদা’ হয়ে ওঠার। আমাদের প্রতিদিনের জীবনে জড়িয়ে থাকা নানা চরিত্র নিয়েই এই উপন্যাস ‘মেঘের ফাঁকে নীল'। যেখানে প্রেম আর সম্পর্কের জটিলতার মধ্যে জড়িয়ে রয়েছে রাজনীতি , আর অবশ্যই বাঙালির প্রিয় ফুটবল।


সবাই আমাকে থ্রিলারপ্রেমী পাঠক হিসেবেই চেনেন। তার যথেষ্ট কারণও আছে। বইমেলা কিম্বা সারাবছর যত থ্রিলার বেরোয় তার ৯০% শতাংশই আমি কিনে ফেলি। যদিও বলতে দ্বিধা নেই তার মধ্যে ৬০% ই আমায় হতাশ করে। যাই হোক যে কারণে এই পোস্ট সেই কথায় আসি। আমি রিভিউ প্রায় লিখি না বল্লেই চলে। হয়তো তেমন লিখতে পারি না তাই। আবার অনেক ক্ষেত্রে লেখক আমার রিভিউ পড়ে কষ্ট পাবেন সেই ভয় থেকে। গত বইমেলায় যে বইগুলো বেরিয়েছিল তার মধ্যে এই উপন্যাসটা নীলাভ আমায় রেকমেন্ড করে। ও বলেছিল একটু অন্যরকম প্লট আর লেখা। পড়ে দেখো, ভাল লাগবে। তারপর এতদিন বইটা কেনা সত্ত্বেও পড়া হয়নি। হয়ত কিছুটা গুরুত্বও দিইনি। পরশু রাতে ক্যাজুয়ালি পড়তে শুরু করলাম এবং বলতে বাধ্য হচ্ছি পুরোটা শেষ করে ঘুমাতে গেছিলাম। এমনিতেই আমি সব বাঙালির মত ফুটবল ভালবাসি।কিন্তু এটাকে 'খেলাধর্মী উপন্যাস বললে চরম মিথ্যে কথা বলা হবে। এক কথায় 'মেঘের ফাঁকে নীল আমার কাছে চূড়ান্ত
এন্টারটেইনিং একটা উপন্যাস। যেখানে প্রতিটা চরিত্র আমায় আনন্দ দিয়েছে। প্রত্যেকের সঙ্গে আমি রিলেট করেছি প্রতি মুহূর্তে। এবারের বইমেলায় যে সব পাঠক এই বইটা কিনবেন, কথা দিচ্ছি ঠকবেন না। বরং চূড়ান্ত আনন্দ পাবেন। এই লেখকের নাম আমি শুনিনি। তবে পরবর্তী কালে ওঁর অন্যান্য লেখা পড়ার ইচ্ছে বিরাট বেড়ে গেল।

মেঘের ফাঁকে নীল
 অভিমন্যু রায় 
দে'জ পাবলিশিং
১৯৯ টাকা

রিভিউটি লিখেছেনঃ Ron Basu

Post a Comment

0 Comments