লাল এবং আমরা কয়েকজন - এ বি এস রুমন Lal Ebong Amra Koyekjon by A B S Rumon

লাল এবং আমরা কয়েকজন - এ বি এস রুমন Lal Ebong Amra Koyekjon by A B S Rumon

বইয়ের নাম লাল এবং আমরা কয়েকজন
লেখক- এ বি এস রুম
পাবলিকেশন_ মোহাম্মদ আল আমিন সরকার (৫২)
প্রথম প্রকাশ - জুলাই ২০২০- মূল্য ২৭০ টাকা
পৃষ্ঠা সংখ্যা ১৫১
জনরা কিশোর রহস্য অ্যাডভেঞ্চার


অনেকদিন পর একটা উপন্যাস যেটা পড়ে মনে হলো কেন এতো ভালো বইয়ের কথা আগে শুনিনি। কিশোর রহস্য অ্যাডভেঞ্চার বইয়ের উদাহরণ চাইলে আমি এইই বইটার কথা তুলে ধরবো। বইপ্রেমী পাঠকেরা এইই বইটা না পড়লে একটা বড়সড় আফসোস এর কারণ পাঠক জীবনে থেকে যাবে বলে আমি মনে করি। আমি নিজে আফসোস করেছি এতো দেরিতে এইই বইটা পড়েছি বলে।দুঃখের কথা বইটা নিয়ে আলোচনা খুব কম দেখেছি। এই রকম কিশোর উপন্যাস আরো প্রচার পাওয়া উচিত।
আর বইটা শেষ করার পর আর রিভিউ না দিয়ে পারলাম না তাই একটা রিভিউ নিয়ে চলে এলাম।
লাল এবং আমরা কয়েকজন" মূলত কিশোর রহস্য অ্যাডভেঞ্চার। গল্পের প্লট বেশ ইউনিক।তবে সবচেয়ে দুর্দান্ত লেগেছে এর লেখনী। একবার পাঠ করতে শুরু করলে শেষ না করে কোনো উপায় নেই। বলতেই হচ্ছে ওপার বাংলার লেখক এ বি এস রুমান এর এই লেখাটি পড়ার পর আমি অভিভূত হয়ে গেছি। মধ্যবয়সে এসে এই উপন্যাস আমার কৈশোর বেলার পড়া দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গেছে।তাই উপন্যাসটি আমার খুব পছন্দের আর এটি আমার কিশোর অ্যাডভেঞ্চার রহস্য হিসাবে উপরে দিকে থাকবে।
এবার স্পয়লার বাঁচিয়ে যতটা আলোচনা করা সম্বভ করবো কারণ আমি চাইবো না আপনি এর কিঞ্চিৎ পরিমাণ রহস্য আমার রিভিউ পড়ে বুঝতে পারেন সেই চেষ্টা করবো।
গল্পের প্রধান চরিত্র শুভ নামে এক কিশোর বালক তাকে কেন্দ্র করে লেখক এই সুন্দর কিশোর উপন্যাস টি লিখেছেন। গল্পের শুভ এক জয়েন্ট ফ্যামিলির মধ্যে বসবাস করে।
তার সাথে আছে তার পুরো পরিবার যেমন সাদাজান,সামীজান, ফুফা, ফুফু, মা, বাবা আর একান্নবর্তী পরিবার হাসি ঠাট্টা আমেজ এর অভূতপূর্ব মিশ্রণ যারা এমন পরিবেশে ছোট থেকে বড় হয়েছেন তার আনন্দ সাথে নিজের জীবনের অতীতে ফিরে যেতে আপনি বাধ্য।
আর আছে দাদিজানের চিৎকারে বাড়ির মানুষের শোষনীয় অবস্থা। আড়ালে তাই সবাই তাকে চিৎকার শ্রেষ্ঠ দাদিজ্ঞান বলে।
এমন সময় দাদাজানের পেছন পেছন আর শুভ হাত ধরে তাদের জীবনে প্রবেশ করে লাল নামে এক সাধারণ কুকুর? আমার রিভিউ পরে এতদূর যদি আপনারা ভেবে থাকেন এটা তো সাদামাঠা একটা গল্প।
তালে বলবো আপনারা ভুল ভাবছেন।
পুরো বইটা দয়া করে পরে ফেলুন আমার মতো আপনাদের ভুল ভেঙে যাবে।
কুত্তা আবার কুত্তা, কুত্তার আবার অ্যাডভেঞ্চার কিসের? আর কুত্তার নাম লাল হয় বা কি করে? আর হ্যা ভুল করে দাদিজানের সামনে লালকে কুত্তা বলবেন না তাহলে আপনার কি ভয়াবহ ভয়ংকর সমস্যার সম্মুখীন হতে পারে।
দাদি জান প্রথম জীবনে কুকুর এর প্রতি বিতৃষ্ণা ও পরে সেই লালের প্রতি নিখাদ ভালোবাসা যে কাহিনী আছে সেটা সত্যিই খুব সন্দর।

শুভ্র, প্রাস্ত, তাবিররা কিভাবে বিপদে পরে ওই লাল তাদের সেই বিপদ থেকে উদ্দার করে সেই নিয়ে গল্পের কাহিনী। প্রতিটি অধ্যায় লেখক পরবর্তী অধ্যায় এর রহস্যের গন্ধ রেখেছেন। এক কুকুর ওই সাতজন কিশোর কে নিয়ে এতো সুন্দর গল্প রহস্য মজা আনন্দ লেখক লিখেছেন সেটা আপনার মন ভালো করে দিতে বাধ্য। আপনি কিশোর উপন্যাস যে সব বিষয় বস্তু আশা করেন সব এর মধ্যে বর্তমান। তাই গল্পে যে সব প্রশ্ন লেখক করেছেন সেইসব উত্তর পেতে হলে আমাদের পড়ে দেখতে হবে "লাল এবং আমরা কয়েকজন"
তাই সবার কাছে আমার অনুরোধ রইলো আপনার অতি অবশ্যই এই উপন্যাস টি পড়ে দেখবেন আমি আপনাদের বলছি পাঠক হিসেবে এতো ভালো বই থেকে নিজেকে বঞ্চিত করবেন না।
রেটিং বইটির পাতায় পাতায় যে রহস্য হাসি ঠাট্টা মজা ও লালের এর বুদ্ধি আনুগত্য আর ভালোবাসার প্রমাণ দিয়েছেন
সত্যি বলতে কি এইই বইয়ের কোনো রেটিং হয়না। আফসোস এটাই আমরা এপার বাংলার মানুষ এইই বইটার ব্যাপারে খুব কম জানি।

আমার রেটিং পারফেক্ট ১০ এর মধ্যে ১০ অবাক হবেন না বইটা পড়লে আমার সাথে আপনারা সহমত পোষণ করবেন।

রিভিউটি লিখেছেনঃ Bapon Da

Post a Comment

0 Comments