খোঁজ চলছে - নির্বাণ রায় Khoj Cholse by Nirban Ray

খোঁজ চলছে - নির্বাণ রায় Khoj Cholse by Nirban Ray

উপন্যাসিকার নাম খোঁজ চলছে
লেখক- নির্বাণ রায়
রেটিং- ১০০/১০০

আমার সাথে না একটা জিনিস হয়, কোন লেখকের একের পর এক লেখা ভাল লাগতে শুরু করেছে কিন্তু হঠাৎ করে একটা লেখা ঠিক পছন্দ হল না! বাস কিরকম যেন কষ্ট হতে শুরু করে মনের ভেতর। (প্রত্যেক লেখকের সৃষ্টি অনবদ্য, আমার কোন অধিকার নেই তাদের খারাপ বলার। শুধু আমি একটু বেশিমাত্রায় লোভী! আমার দাবী হল সব বলেই ছয় মারতে হবে)
এবার আসল কথায় আসি, এই লেখক মানুষটি কিন্তু পরপর হয় মারছেন। শুধু আমি না, অধিকাংশ পাঠক কিন্তু এনার "পাখা!
কেন এবং কি করে?
আনাড়ি মাইন্ডস্ বরাবরই বেশ ভালো কিছু লেখা উপহার দিয়ে এসেছে। তাদের মধ্যে এই উপন্যাসিকাটি অন্যতম। খুব সাধারণ প্লট, আকহার এরকম গল্প সিনেমা সব পড়ে আর দেখে ফেলেছি কিন্তু নির্বাণবাবুর উপন্যাসিকাটি আপনাকে আটকে রাখবে তার সাবলীল ভাষার জন্য।
ছোটগড় সরগরম এলাকার শাসকদলের নেতা বিল্‌টু দাসের ছেলে রায়ান দাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওসি প্রবীর সাহা খুব চাপে আছেন। উপরমহল থেকে চাপে চাপে জর্জরিত তিনি। ফলে ভীষণ মাথা গরম হয়ে আছে তার। থানার বাকি সবাইও তটস্থ এই পরিস্থিতিতে। এস.আই. মন্ডল করিতকর্মা লোক, এই বয়সেই ওসির প্রিয়পাত্র। তবে ওই থানায় একজন এমন আছেন যার এইসব কেস নিয়ে কোনও মাথাব্যথা নেই। ছোটগড় থানার এক অতি সাধারণ কনস্টেবল, বছর পঁয়তাল্লিশের ম্যাদামারা অতনু ব্যানার্জী, বিশবছর ধরে আছেন সেখানে। পদোন্নতির ইচ্ছা বোধকরি সেরকম নেই। অফিসারদের চা করে খাওয়ানো আর বসে বসে টিভি দেখা ছাড়া কোনও কাজ নেই। অতনুর পরে জয়েন করেও কেষ্ট আজ হেড কনস্টেবল থানার এত টেনশনেও অতনুর মনে ঘুরছে মেয়ের প্রিটেস্টা বিল্টু দাসের প্রতিদ্বন্দ্বী হল পঞ্চানন হালদার। বিটুর ছেলেরা পঞ্চাননের ভাইকে সন্তুর কোপে খুন করেছে তাই লোকের ধারনা যে এবার পঞ্চানন বদলা নিল বুঝি যদিও রায়ানও কোনো ধোয়া তুলসী পাতা না! রেপকেসের আসামী যদিও বাপের দৌলতে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরাচ্ছিল।
এই হল গল্পের যেন ক্যারেক্টাররা আর শেষে দুষ্টের দমন আর শিষ্টের পালন। এই হল প্লট। এছাড়া আরো অনেক সাবপ্লট আছে।
আশা করি মোটামুটি বুঝতেই পারছেন যে কে হবে হিরো! কিন্তু এখানেই মজা, এত সাবলীল ভাবে গল্পটি এগিয়েছে যে শেষ কী হবে জানা সত্ত্বেও গোটা গল্পটা পড়তে বাধ্য হবেন আপনি আর তার সাথে মন ভরে উঠবে  আপনার।

রিভিউটি লিখেছেনঃ Indrani Bhattacharjee

Post a Comment

0 Comments