গল্প: জীবন অনন্ত
লেখক: মতি নন্দী
প্রকাশক: আনন্দ পাবলিশার্স
ক্রীড়া সাহিত্যিক মতি নন্দীর কয়েকটি কালজয়ী রচনার কথা বলতে গেলে আমাদের প্রথমেই মনে আসে কোনি, স্ট্রাইকার স্টপার বা কলাবতী সিরিজের নামগুলি। কিন্তু এই বইটিও সেই পর্যায়ের ই... এটি প্রথম প্রকাশ শারদীয়া আনন্দমেলাতে।
আমি সাধারণত যে কোনো রিভিউতেই গল্পের দুচার কথা জানিয়ে থাকি, আজ তা করতে চাইনা কিছু বিশেষ কারণে, মুখ্যত আমি চাই এই বইটি সকলে পড়ন। এ লেখকের এক অনন্য সৃষ্টি, চরম সুখপাঠ্য। জীবন যে সত্যিই অনন্ত, তার সম্যক ধারণা পাওয়া যায় এই বইটি পড়লে।
এক বাঙালি পেস বোলার কিভাবে বা কোন রাস্তায় ভারতীয় ক্রিকেটের মূলস্রোতে আসীন হয়ে তার অনন্ত ব্যাপ্তির পরিচয় দেন নাকি তার আবির্ভাব ই হয়ে হয়ে যায় অনন্ত, তার ভারী সুন্দর বর্ননা (বস্তুত খেলার) ঘটনার ঘনঘটায় প্রকাশ পেয়েছে লেখকের কলমে। এমনকি দেশীয় ক্রিকেটের তৃণমূল স্তর থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ধরা হয়েছে এই উপন্যাসে অনবদ্য লেখনীর দ্বারা। এবং খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে সমাজের কিছু ছবি ও ক্রীড়া জগতের নানাবিধ রাজনীতিকেও।
উপন্যাসের একদম শেষ দিকে ক্লাইম্যাক্স এ চোখ সিক্ত হয়ে আসে যখন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের কলমে কিছু বিশেষ মুহূর্তের বর্ণনা উঠে আসে।
হয়তো এমনটা মতি নন্দীর পক্ষেই লেখা সম্ভব।
অনন্ত আবেশ রয়ে যায় পাঠকমানসে জীবনভর এমন কিছু লেখা পড়ে....
রিভিউটি লিখেছেনঃ Abhishek Dhar
0 Comments
আপনার মতামত লিখুন।