সিনেমা পাড়া দিয়ে
তরুণ মজুমদার
Deys publication
আসলে প্রোগম,ফুল, শারীরিক সমস্যায় রিভিউ দেওয়া হয়ে ওঠেনি। আদৌ এডমিন লেখাটা allow করবেন কিনা জানা নেই। তবুও কদিন ঘরে এক অসাধারণ দলীল পড়বার অভিজ্ঞতা বই সখা সখী দের সাথে শেয়ার করব বলে ভাইরাল ফিভার এও ওষুধ খেয়ে লিখতে বসলাম।pis allow করে।
তরুণ মজুমদার একজন অত্যন্ত সফল চিত্র পরিচালক কোনো সন্দেহ নেই।কিন্তু তাঁর অনায়াস এই দুই খন্ডের আত্ম জীবনী মূলক লেখানিটি তার উপস্থাপনার গুনে এক চরম উপভোগ্য বর্ণময় ইতিহাস হয়ে উঠেছে এই দাবী রাখাই যায়। বিশেষত যারা ছবির দুনিয়ায় ক্যামেরার পিছনের গল্প তৈরী র কাজে আগ্রহী তাদের জন্য এই লেখনী তাদের চরম পথপ্রদর্শক হবে এই আশা করা অন্যায় হবেনা। এক টি ছেলে গ্রামে মাঠে বসে টাঙানো পর্দায় টকির স্বাদ পেতে পেতে এপার বাংলার উত্তাল পটভূমিতে একজন সফল পরিচালক হয়ে ওঠার গল্প শুধু মনোমুগ্ধকর নয় রোমাঞ্চ কর। আমরা কতজন জানি তরুণ বাবু প্রথমে টলি পাড়ায় মামার পরিচিতির হাত ধরে সেট = ঢুকতে গিয়ে খেয়ে ছিলেন ঘাড় ধাক্কা। হতাশ হয়ে ফিল্মি বিজ্ঞাপন cote কাজ করতে গিয়ে চোখে পড়ে যান একজন বিখ্যাত পরিচালক এর। এরপর কানন বালার ফিল্ম প্রোডাকশন এ কাজ করতে ২ উত্তম কুমার ও সুচিত্রা সেন এর সহায়তায় তিন বনধু মিলে তৈরি করেন যাত্রী কাতাদের প্রথম ছবি চাওয়া পাওয়া। এরই এক বন্ধু পরবর্তী কালে এঁদের ই ছবি কাঁচের স্বর্গ তে নায়কের ভূমিকায় অভিনয় করতে গিয়ে হলেন বাংলা ছবির এক অতি জনপ্রিয় অভিনেতা দিলীপ মুখোপাধ্যায়। এরপর দীর্ঘ যাত্রা। ভাবুন vshantaram ওই রকম বড় প্রোডিউসার ওনার বাংলা গল্পের স্ক্রিপট শুনে পলাতক ছবিটি produce করেন। যা বাংলা ছবির মাইলস্টোন। তার জীবনে কে আসেন নি। হেমন্ত মুখোপধ্যায়ের থেকে শুরু করে sd burmanand burman kishorkumar, Raj Kapoor, ramanand সাগর, গুলজার সলিল চৌধুরীর গণনাট্য আন্দোলন বাংলাদেশের ৭০এর পটভূমিকায় অচেনা দিক, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়... সে তালিকা অনেক অনেক দীর্ঘ।তাদের নিয়ে তার জীবনে জড়িয়ে থাকা নানা কাহিনী এসেছে পর্যায় ক্রমে। এসেছে বিচ্ছেদ এসেছে বেদনার বিকেল, ভালোবাসা ও সহযোগিতার উপহারের খালা। আসলে behind the story আমাদের দেখা ছবির আদেখা ছায়াকে করেছে সুনিশ্চিত যেনো চরিত্র গুলো গল্প ছেড়ে বাস্তবের গল্পের হাত ধরেছে, তারপর দিয়েছে পূর্ণতা। আমরা নতুন ভাবে দেখেছি এক নক্ষত্রের জগতের পটভূমি, যা মননে ভাবনার মানসপটে এঁকে দিয়েছে রামধনু কলা মঞ্জরী।pis পড়ুন। সংগ্রহে রাখার মতোগুরুত্বপূর্ণ।তবে উত্তম বাবুর মৃত্যুতে দ্বিতীয় খন্ড শেষ হচ্ছে। তবে আমার মনে হয়েছে অসম্পূর্ণ। কারণ আরো অনেক বলা রয়ে গেলো। হয়তো ওনার
অসুস্থতাজনিত কারণ এর পশ্চাৎ ভূমি। হয়তো আরো একটা খন্ড দাবী করে মন।কিন্তু তিনিই তো বিলীন আজ মহাকাশের তারায়। তবু যেটুকু পাওয়া।
রিভিউটি লিখেছেনঃ Gopa Acharya
0 Comments
আপনার মতামত লিখুন।