চিনি, মৈনাক ভৌমিক
চিনি চলচ্চিত্র মূলত দুটি মানুষকে ঘিরে আবর্তন করে। এক চিনি আর দুই, তার মা মিষ্টি। মা এবং মেয়ের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক কেমন হওয়া উচিত, রাগ সম্পর্কের পক্ষে কতটা ক্ষতিকর এবং আরো খুঁটিনাটি বিষয় এই চলচ্চিত্রে দেখা যায়। অন্য চলচ্চিত্র গুলির মত এটিতেও মৈনাক সম্পর্কের এই বিষয়গুলিকে তুলে ধরেছেন কিছুটা অন্য ভাবে। সিনেমাতে মানবীয় অনুভূতি, আবেগ, সঙ্গীত আর ভালোবাসার এক মন ছুঁয়ে যাওয়া মিশ্রণ দেখা যায়।
পরিশেষে, ধন্যবাদ H2S এর এই team কে যারা এটি দেখার সুযোগ করে দিলেন। আপনাদের শ্রীবৃদ্ধি কামনা করি।
রিভিউটি লিখেছেনঃ
0 Comments
আপনার মতামত লিখুন।