ব্ল্যাক বক্স
নন্দিতা মিশ্র চক্রবর্তী
ব্ল্যাক বক্স হল রোগ পরীক্ষার একটা যন্ত্র। ব্রিটিশ সময়কালে এটি তৈরি করা হয়। এখানে রোগীর ব্যবহৃত কোনো রুমাল কিংবা রক্ত রাখা হয় একটি জায়গায়, তারপর হাত দিয়ে ডায়াল ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকবার মান নেওয়া। শেষ এ একটি মান নির্ধারিত করা হয় ও সেই মান অনুযায়ী রোগের কোডের সাথে মেলানো হয়।
মোট দুটি গল্প ও একটি উপন্যাস আছে এতে।
প্রথম: একটি বাড়ির মালিককে কে বা কারা যেন রোজ খাবারে বিষ মিশিয়ে দিচ্ছে। কে? কেন? উত্তর নিরসন করতে হবে।
দ্বিতীয়: মেদিনীপুর এ এক জমিদার বাড়ির একটি মন্দির এ জগন্নাথ দেবের সাথে সবসময় রাখা একটি পোখরাজ পাথর।
ওদিকে মোহনপুর এ একটি মন্দির এর বাইরে আছে পিসোনিয়া গাছ। যা ঐ অঞ্চলে হবার কথা নয়।
জমিদার বাড়ির কুকুর দুটি কে কারা যেন মারতে চায়?
ঘটনা জানতে পড়ে ফেলুন।
তৃতীয়: একটি মেয়ে, শরীর সুখ সর্বস্ব। সে শুধু শরীরের উত্তেজনা ছাড়া আর কিছু চায় না, এর জন্য সে সব কিছু করতে পারে নিজের সংসার এর আমুল ক্ষতি করেও।
ওদিকে ব্যাঙ্গালোর শহরের বুকে রিপাস নামক বারে রাতে চলে অসামাজিক কাজকর্ম।
এদিকে অনলাইন এ একটি ছেলে একটি মেয়ে কে ভুলিয়ে নিজের দামী স্বার্থ সিদ্ধি করছে।
এই উপন্যাস টা সবচেয়ে ভালো লেগেছে এর প্লট এর জন্য। সব মিলিয়ে বই টি ভালোই লেগেছে।
রিভিউটি লিখেছেনঃ Riya
0 Comments
আপনার মতামত লিখুন।