বেতাল - মুহম্মদ আলমগীর তৈমূর Betaal by Muhammad Alomgir Toimur

বেতাল - মুহম্মদ আলমগীর তৈমূর Betaal by Muhammad Alomgir Toimur

বই বেতাল
লেখক - মহম্মদ আলমগীর তৈমূর


বাবাকে হারানোর পর দিশেহারা শ্যামল বেরিয়ে পড়ে নিখোঁজ হয়ে যাওয়া ছোটো ভাইয়ের সন্ধানে, সঙ্গী হলেন বাবার বন্ধু ভবতোষ বাবু। ভাই নাকি সাধক মহাবলের শিষ্য হয়ে গেছে, কিন্তু সেই সাধক কোথায়? ভাইকে উদ্ধার করতে কতদূর পাড়ি দিতে হবে তাকে? পারবে কি সে তার ভাইকে ফিরিয়ে আনতে?
গল্পটি বিশেষতই একটি ভ্রমণকাহিনী ধাঁচের। নামের সাথে এটিকে একটি অতিপ্রাকৃত উপন্যাস হিসেবে ভেবে ফেলা ঠিক হবেনা, যা লেখক নিজেও বলেছেন। সময় নিয়ে লেখক গল্পের প্লট তৈরি করেছেন, তবে গল্পের শেষটায় হতাশ হয়েছি। হরর এলিমেন্ট এর অভাব বোধ হয়েছে ভালোই। লেখকের অন্যান্য গল্পের তুলনায় এটি জমেনি সেভাবে ভ্রমণকাহিনী হিসেবে দেখলে ভালো লাগবে। তবে শেষটা কি সত্যিই বেতাল হয়ে গেল?.... তা নির্ভর করবে পাঠকের ওপর

রিভিউটি লিখেছেনঃ Cthulhu

Post a Comment

0 Comments