বাংরিপোসির দু'রাত্তির - বুদ্ধদেব গুহ Bangriposir Du'Rattir by Buddhadeb Guha

বাংরিপোসির দু'রাত্তির - বুদ্ধদেব গুহ Bangriposir Du'Rattir by Buddhadeb Guha

বাংরিপোসির দু'রাত্তির 
বুদ্ধদেব গুহ


কিশা, তার বর পিকু, ছেলে টুবলু, পিকুর বন্ধু অরি, এই চারজনের বাংরিপোসি যাওয়া এবং সেখানে দু দিনের ঘটনা এবং দুর্ঘটনা নিয়ে এই গল্প। অরি একদম ক্লাসিক্যাল সিনেমার নায়ক, পেশাগতভাবে প্রচন্ড সফল, অবশ্যই ধর্মী এবং রুচিশীল একটি চরিত্র। পুরোনো প্রেমকে ভুলতে না পারা তার প্রধান অন্তরায় নতুন সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে। আশেপাশে কিশার জ্বাজল্যমান উপস্থিতি বারবার তাকে আকর্ষণ করে, অথচ তারপরেই তার মনে পড়ে যায় যে কিশা বিবাহিতা। যত সে কিশার কথা ভাবে, তত বিবাহ নামক প্রতিষ্ঠানটির ওপর, এবং শ্বেতকেতু মুনির আরোপ করা বৈবাহিক বিধিনিষেধ (Dos and Don'ts) এর ওপর অরির বিতৃষ্ণা জন্মাতে থাকে।
অন্যদিকে পিকুর চরিত্রটি যেন কালি লেপে আঁকা, সে খল, কুটিল বুদ্ধি। মানবচরিত্রের যাবতীয় সুকুমার প্রবৃত্তি তার মধ্যে আশ্চর্য রকম অনুপস্থিত। অমন সুন্দর প্রকৃতির মধ্যে কিশার সাথে খানিক রোমান্টিক কথোপকথন তো দুরের কথা, স্ত্রীর প্রাপ্য সম্মানটাও পিকু দেয়না।
এই দুজন বিপ্রতীপ পুরুষের মাঝে কিশা একজন দোলাচলে ভোগা মানুষ। পিকুর সাথে ঘর করতে করতে তার নিজস্ব ভালো খারাপ লাগা, আত্মসম্মানের নটেগাছটি মুড়িয়ে এসেছে প্রায়। অরির অনুচ্চারিত আবেগের সারজল পেয়ে মাঝেসাঝে আবার সেইসব অনুভূতি জেগে ওঠে। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে যায় সে কেবল পিকুর বৌ নয়, টুবলুর মা ও বটে।
এসব নিয়েই গল্প। তা পড়তে পড়তে কলেজের এক সিনিয়রের কথা মনে পড়ে গেল। সে ছিল ধুরন্ধর কিপ্টে। আমাদের গ্যাঙ তখন প্রায় শুঁয়োপোকার মতন, সামনে যাই পায় চিবিয়ে ছিবড়ে করে দেয়, তারা অব্দি কোনোদিন সেই সিনিয়রের কাছ থেকে একটি আধুলি অব্দি খসাতে পারিনি। তো সেই দাদা পড়ল প্রেমে। একদিন দুজনকে ক্যান্টিনে দেখে আমরা কজন সদাক্ষুধার্ত বালক চুপিচুপি গিয়ে খাওয়ানোর আবদার করলাম। সবাইকে অবাক করে দাদা সেদিন চাউমিন খাইয়ে দিলো। তারপর মাঝেসাঝে এদিক ওদিক দেখা হলে কখনো কুলফি, কখনো বা বাদামভাজা ইত্যাদি ইত্যাদি। মাসকয়েক পর | হঠাৎ দাদী আবার যে কে সেই, ঝালমুড়ি খাওয়ানোর আবদারে সেই আগেকার মত পকেট উল্টে দেখিয়ে দিলো। তৎকালীন বৌদি আমাদের হয়ে কিছু একটা বলতে গিয়ে দাবড়ানি খেয়ে গেলো।

এখন এল এইচ এস ইজ ইক্যুয়াল টু আর এইচ এস করে যদি দেখি, মনে হয় খুব চড়া সাদা আর কুচকুচে কালো রঙে আঁকা অরি আর পিকু, দুটোই আমাদের মধ্যেরই লোক নয় কি? হয়তো আমরা আসলে পিকু, কাউকে ইমপ্রেস করতে চাইলে, বা কিছু পাওয়ার থাকলে কিছুক্ষণের জন্য অরি হয়ে যাই। আবার কাজ হাসিল হলে অরির টাই কোর্ট ছেড়ে পিকুর গেঞ্জি বারমুডা গলিয়ে ফেলি।

রিভিউটি লিখেছেনঃ 

Post a Comment

0 Comments