আ-আ-ক-খুনের কাঁটা (কাঁটায় কাঁটায় ১) - নারায়ণ সান্যাল A Aa Ka Khuner Kanta by Narayan Sanyal

আ-আ-ক-খুনের কাঁটা (কাঁটায় কাঁটায় ১) - নারায়ণ সান্যাল A Aa Ka Khuner Kanta by Narayan Sanyal

পুস্তক পর্যালোচনা
বই: আ-আ-ক-খুনের কাঁটা (কাঁটায় কাঁটায় ১) 
লেখক: শ্রী নারায়ণ সান্যাল
প্রকাশক ও মুদ্রক : দে'জ পাবলিশিং 
মূল্য: ৩০০ টাকা।

প্রখ্যাত সাহিত্যিক স্বর্গীয় নারায়ণ সান্যাল সৃষ্ট কাঁটা সিরিজ-এর অন্তর্গত সপ্তম কাহিনী (সূত্রপাত কাহিনী নাগচম্পা"কে বাদ দিয়ে, না দিলে অষ্টম) হলো “আ-আ-ক-খুনের কাঁটা। এই কাহিনীতে প্রখ্যাত ব্যারিস্টার প্রসন্ন কুমার বাসু ওরফে বাসুসাহেবকে এক অসাধারণ প্রতিদ্বন্দ্বীর মোকাবিলা করতে হয়, যে বাসুসাহেবের উদ্দেশ্যে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে একের পর এক হত্যাকাণ্ড সাধিত করে চলেছিলো। আততায়ী বাসুসাহেবকে আসন্ন হত্যাকাণ্ডের ঈঙ্গিতবাহী ছাব্বিশটি চিঠি পাঠাবার প্রতিশ্রুতি দান করে, যাতে হত্যার স্থান, কাল ও পাত্র অথবা পাত্রীর নাম ও পদবীর আদ্যক্ষর বলা থাকবে ABC-র আকারে, যদিও Q. X ও Z-এ পৌঁছে সে পোয়েটিক জাস্টিস নিতে পারে, এ কথাও সে প্রথম চিঠিতেই জানিয়ে দেয়। বাসুসাহেব প্রকা প্রচেষ্টা করেও আটকাতে পারেন না, আসানসোলের অধর আতা, বর্ধমানের বনানী ব্যানার্জী ও চন্দননগরের অধ্যাপক চন্দ্রচূড় চ্যাটার্জীর নৃশংস হত্যাকাণ্ড। মরীয়া বাসুসাহেব অতঃপর তদন্তের স্বার্থে খুন হওয়া ব্যক্তিদের আত্মীয় ও বনধুবর্গকে নিয়ে একটি দল গঠন করেন।
শেষপর্যন্ত কি হবে? কে এই হত্যাকারী? সে কি শুধুই এক নিখুঁতশ্রেষ্ঠ হত্যাশিল্পী হিসেবে নিজেকে প্রমাণ করতে চায়? না কি সে বাসুসাহেবের কোনোও পুরনো প্রতিদ্বন্দ্বী দুদে অপরাজেয় ব্যারিস্টারের মানসম্মান ভূলুণ্ঠিত করাই তার একমাত্র লক্ষ্য? না কি তার অন্য কোনোও কুটিল উদ্দেশ্য আছে? বাসুসাহেব কি পারবেন, তাকে চিহ্নিত করতে? তিনি কি পারবেন D-এর হত্যাকাণ্ড রুখে দিতে?
বিস্মরণ রোগে ভুগতে থাকা হেমাঙ্গিনী বয়েজ স্কুলের গণিত বিভাগের প্রাক্তন থার্ড মাস্টার, বর্তমানে ধর্মপুস্তকের ফেরিওয়ালা শিবাজী প্রতাপ চক্রবর্তীর সঙ্গেই বা এই মামলার কি সম্পর্ক?
কাহিনীর প্রারম্ভে কাহিনীকার স্বয়ং স্বীকার করেছেন যে, এই কাহিনী তাঁর মৌলিক রচনা নয়। রহস্য সাম্রাজ্ঞী আগাথা ক্রিস্টির বিখ্যাত উপন্যাস A B C1 Murders" এর ছায়া অবলম্বনেই এই কাহিনী তিনি রচনা করেছেন। কিন্তু বিদেশী সাহিত্যের দ্বারা অনুপ্রাণিত হয়েও অভিজ্ঞ লেখকের নৈপুণ্যে এই কাহিনী আপাদমস্তক বাঙালীয়ানায় সেজে উঠেছে। হত্যাকারীর প্রতিটি চিঠিতে সুকুমার রায় প্রাসঙ্গিক হওয়া রীতিমতো চমকপ্রদ। সেই সঙ্গে বাসুসাহেবের অনবরত সরস মন্তব্য ও পরিবারের সঙ্গে তাঁর খুনসুটির মুহূর্তগুলিও রীতিমতো উপভোগ্য।
তাই মূল ইংরেজী উপন্যাস বা তার অনুবাদ পড়া থাকলেও, শ্রী নারায়ণ সান্যালের রোমাঞ্চকর উপন্যাস অ-আ-ক-খুনের কাঁটা পড়লে কেউ ঠকবেন না।
পর্যালোচকের রেটিং : ৯/১০

রিভিউটি লিখেছেনঃ Srijit Mitra 

Post a Comment

0 Comments