ভ্রম সমীকরণ
মোহাইমিনুল ইসলাম বাপ্পী
কি পড়লাম এটা?
গল্প নাকি নন ফিকশন? স্বপ্নের মধ্যে স্বপ্ন, ভ্রম....
গল্পে পরে আসছি। রাসেল খন্দকার। এই একটা চরিত্র এমন ভাবে এঁকেছেন লেখক যেকোনো মেয়ে তার প্রেমে পরতে বাধ্য। বলাই বাহুল্য আমিও... হ্যাঁ, দুর্বল হয়ে পরেছি। উফফ। এত নিখুঁত চরিত্র পৃথিবীর বুকে এমন কারো অস্তিত্ব আছে কি?
পাগল হয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না।
একদিন স্কুলে আই. কিউ টেস্ট হয় রাসেলের। এত বেশি মান আসে যে এক্সট্রিম ভ্যালুর কারণে গবেষকরা সেই পরীক্ষা বাতিল করে। এরপর জায়গা, স্কুল বদল করে সে অন্য জায়গায় যায়। এরপর তার জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে তার ব্যাখ্যা আপনি কেনো বহু গবেষক এ নিয়ে তল পাচ্ছেন না। শেষ পর্যন্ত রাসেল কি পারবে তার নিজের জীবনে ঘটে চলা রহস্য গুলো সমাধান করতে? প্রিমোনিশন, সাইকোডেলিক ইকুয়েশন, ডিএমটি,রোজহিপ নিউরন, সময় কে লিনিয়র এর বদলে বৃত্তাকার রূপে আলোচনা, মস্তিষ্কের ভিতর টাইম পারসেপশন কি নেই এখানে?
হ্যাঁ বই এর লেখার ভাষা সাবলীল কিন্তু বিষয় জটিল। একবার পড়ে বোঝা সম্ভব নয় পুরোপুরি। আপনার দোষ নয়। মস্তিষ্ক ধরতে পারবেনা।অন্তত আমার তো পারেনি। কয়েক দিন আগে আমি "মায়া শালিক" সিনেমা টি দেখে এই সকল জিনিস জানতে আগ্রহী। কিন্তু একটা বই পড়ার আগে তার ভিতরে ঠিক কি আছে তা সারাংশ দেখে বা কারো মুখে শুনে সম্পূর্ণ ধারণা অসম্ভব। যারা পড়েননি, সাইকোলজি, ফিকশন, নন ফিকশন এ মোড়া এই বই টি সকলের অবশ্য পাঠ্য। পড়ে ফেলুন, আপনার ধারণার ও বাইরে এখানে যা পেতে চলেছেন।
শেষ পৃষ্ঠা পড়ে পা থেকে মাটি সরে গেল... লেখক এটা কি করলেন।
রিভিউটি লিখেছেনঃ Riya
0 Comments
আপনার মতামত লিখুন।