তেরো নম্বর ফ্লোর: অভিষেক চচট্টোপাধ্যায় Tero Number Floor by Avishek Chattopadhyay

তেরো নম্বর ফ্লোর: অভিষেক চচট্টোপাধ্যায় Tero Number Floor by Avishek Chattopadhyay

তেরো নম্বর ফ্লোর: অভিষেক বন্দোপাধ্যায়

ভৌতিক রহস্য উপন্যাস এটি। অনেকদিনের পুরোনো একটি হত্যাকাণ্ডের প্রেতাত্মা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে মিহির সরখেল কাজে যোগদান করার পর।এত বছর বাদে সে হটাৎ মাথাচাড়া দিলো কেনো? কী তার মৃত্যু রহস্য?12 বছর বাদে কি তার সমাধান হবে? কাহিনী গতিশীল নদীর মত এগিয়েছে। অতিরিক্ত ফ্ল্যাশব্যাক নেই । সমস্ত ঘটনা যুক্তিপূর্ণ এবং পর পর সাজানো।পড়তে কোনো অসুবিধে হবে না। পুলিশ খুনি ভূত মিলে এক অসাধারণ ককটেল। আমি এর আগে পুলিশের বা গোয়েন্দার সাহায্য নিয়ে ভুতের রহস্য ভেদ করার কাহিনী পড়লেও উপন্যাস এই প্রথম। ভালো লেগেছে ❤️ এবং কাহিনী কিন্তু শেষ নয়💀

রিভিউটি লিখেছেনঃ SRD

Post a Comment

0 Comments