মাহেন্দ্রানী ট্যাটু রহস্য - মহুয়া ঘোষ Tattoo Rahasya by Mahua Ghosh

মাহেন্দ্রানী ট্যাটু রহস্য - মহুয়া ঘোষ Tattoo Rahasya by Mahua Ghosh

বই: মাহেন্দ্রানী – ট্যাটু রহস্য
লেখিকা : মতুয়া ঘোষ 
প্রকাশক: শব্দ প্রকাশন 
মুদ্রিত মূল্য : ২২৫ টাকা

কৈশোরে একটা হিন্দী সিনেমা দেখেছিলাম - "হান্ড্রেড ডেজ'। ছবির নায়িকার এক অদ্‌ভুত ক্ষমতা ছিলো, সে ভবিষ্যতের ঘটনার পূর্বাভাস পেতো। সেই সময়ে নানান জিনিষপত্রের টুকরো টুকরো ছবি তার চোখের সামনে ভেসে উঠতো আর শেষপর্যন্ত কোনোও মহিলার হত্যাকান্ড দেখে সে চমকে উঠতো। তার পূর্বাভাসকে সত্যি প্রমাণিত করে খুন হলো তার দিদি। তারপরে যখন আবারও অনেক আলাদা বস্তুদর্শনের পর এক সম্পূর্ণ অপরিচিত মহিলার হত্যাকান্ডের পূর্বাভাস নায়িকা পেলো, তখন সে আর নিজেকে স্থির রাখতে না পেরে এক বন্ধুকে সঙ্গী করে অনুসন্ধান চালালো। বেশ কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতার পর সে রহস্য সমাধানে সমর্থ হয়।
মতুয়া ঘোষ রচিত "মাহেন্দ্রানী সিরিজের সাম্প্রতিকতম উপন্যাস ট্যাটু রহস্য পড়তে পড়তে "হান্ড্রেড ডেজ ছবিটির কথা বারবার মনে পড়ে যাচ্ছিলো। এই কাহিনীতে বৃষ্টি নামের একটি কলেজপডয়া মেয়ে নেহাতই শখের বশে নিজের হাতে একটি উল্কি বা ট্যাটু আঁকায়, দুর্ভাগ্যক্রমে যার নক্সাটি এক অতিপ্রাকৃত শক্তির আধার – ইহলোক পরলোকের মধ্যে যাতায়াতকারী এক দ্বারবিশেষ। সেই দ্বারপথে বৃষ্টির শরীরে প্রবেশ করে তিনটি অতৃপ্ত আত্মা - যাদের পুনরায় পরলোকে পাঠাবার দায়িত্ব নিতে হয় তন্ত্রজ্ঞানী মাহেন্দ্রানী ও ধ্রুবকে। তারা বুঝতে পারে, বৃষ্টির আয়ু ফুরিয়ে এসেছে তিন অতৃপ্ত আত্মা তাকে একমাসেরও কম সময়ের মধ্যে পরলোকে টেনে নিয়ে যাবে। নিয়তির উদ্দেশ্যে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে, বৃষ্টির মাধ্যমে এক একটি আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করে মাহেন্দ্রানী কিন্তু আলাদা আলাদা বস্তু ও দৃশ্যের কথা জানতে পারে, যেগুলির সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে সে সেই আত্মার শতরু পর্যন্ত পৌঁছতে সক্ষম হতে থাকে। একই সঙ্গে মোকাবিলা করে করুরবুদ্ধিসম্পন্ন আর এক প্রতিশোধস্পৃহ তান্ত্রিক নারীর। উপন্যাসটি আমার রীতিমতো রোমহর্ষক বলেই মনে হয়েছে ঘটনাবলী ও তার প্রাসঙ্গিকতা যথাযথ। শুধু লেখনীর ক্ষেত্রে আর একটু উন্নতি আশা করি।
মাহেন্দ্রানী সিরিজের প্রথম ছটি কাহিনী ছিলো স্বল্পদৈর্ঘ্যের। সপ্তম কাহিনী ট্যাটু রহস্য প্রথম পূর্ণাঙ্গ উপন্যাস। এই সিরিজের প্রধান বৈশিষ্ট্য হলো, প্রতিটি কাহিনীর রহস্যজাল তন্ত্র আধারিত হলেও, তন্ত্রের বাহুল্যবর্জিত। রহস্য অনুসন্ধানই প্রাধান্যলাভ করেছে। আর এই কাহিনীতে ভৌতিক, অলৌকিক কাহিনীর নায়িকা মাহেন্দ্রানী পুরোদস্তুর সত্যসন্ধানী হয়ে উঠেছে।
মাহেন্দ্রানীর অষ্টম অভিযানের প্রতীক্ষায় থাকলাম।
পর্যালোচকের রেটিং: ৭/১০

রিভিউটি লিখেছেনঃ Sri Ma

Post a Comment

0 Comments