শব্দযাত্রা লেখক সংঘ - জুবায়ের আলম Shobdojatra Lekhok Songho by Jubaer Alam

শব্দযাত্রা লেখক সংঘ - জুবায়ের আলম Shobdojatra Lekhok Songho by Jubaer Alam

বইয়ের নাম * শব্দযাত্রা লেখক সংঘ
লেখক-জুবায়ের আলম
পাবলিকেশন বুক স্ট্রিট
প্রথম প্রকাশ – ফেব্রুয়ারি ২০১৯ মূল্য ৪০০টাকা
পৃষ্ঠা সংখ্যা ২৭৮
জনরা সিরিয়াল কিলিং 
বিষয়ক সাসপেন্স থ্রিলার

অনেকদিন পর একটা উপন্যাস যেটা পড়ে মনে হলো কেন এতো ভালো বইয়ের কথা আগে শুনিনি। পারফেক্ট থ্রিলার বইয়ের উদাহরণ চাইলে আমি এইই বইটার কথা তুলে ধরবো। থ্রিলার প্রেমী পাঠকেরা এইই বইটা না পড়লে একটা বড়সড় আফসোস এর কারণ পাঠক জীবনে থেকে যাবে বলে আমি মনে করি। আমি নিজে আফসোস করেছি এতো দেরিতে এইই বইটা পড়েছি বলে। দুঃখের কথা বইটা নিয়ে আলোচনা খুব কম দেখেছি। এই রকম থ্রিলার আরো প্রচার পাওয়া উচিত আর বইটা শেষ করার পর আর রিভিউ না দিয়ে পারলাম না।
শব্দযাত্রা লেখক সংঘ' মূলত সিরিয়াল কিলিং বিষয়ক সাসপেন্স থ্রিলার। গল্পের প্লট বেশ ইউনিক তবে সবচেয়ে দুর্দান্ত লেগেছে এর লেখনী। একবার পাঠ করতে শুরু করলে শেষ না করে কোনো উপায় নেই। বলতেই হচ্ছে ওপার বাংলা লেখক জুবায়ের আলম এই লেখাটি পড়ার পর আমি অভিভূত হয়ে গেছি। রহস্য উপন্যাস আমার খুব পছন্দের আর এটি আমার পছন্দের উপরে দিকে থাকবে।
এবার স্পয়লার বাঁচিয়ে যতটা আলোচনা করা সম্বভ করবো কারণ আমি চাইবো না আপনি এর কিঞ্চিৎ পরিমাণ রহস্য আমার রিভিউ পড়ে বুঝতে পারেন।
জুবায়ের আলম এই বই সিরিয়াল কিলিং নিয়ে তাই হত্যাকাণ্ড দিয়েই বই শুরু হয়েছে। প্রথম পাতা থেকে পাঠক কে একেবারে বইয়ের সঙ্গে আটকে রাখার ক্ষমতা রাখেন এইই লেখক।
হঠাৎ এক রাতে খুন হয় কালের কলম এর প্রকাশক কায়সার আবেদীন। খুনের অস্ত্র একটা ঝর্না কলম। কোনো কলু নেই। প্রমাণ নেই। এই খুনের ক দিন পর মৃত্যু হয় এক লেখক ইমন মুস্তাফিজ। দুটো মৃত্যুর পর প্রেস পাড়া নিস্তব্দ হয়ে যায়। তার মধ্যে আছে একজন ছাপোষা টাইপিস্ট সুকান্ত গঙ্গোপাধ্যায়। যে একজন ghost writer অর্থের বিনিময়ে অন্যের হয়ে বই লেখা তার কাজ। বিনিময়ে সে অর্থ পায় কিন্তু সে কাকে তার লেখা দিচ্ছে আর তার লেখার কোনো দাবি সে কোনোদিন করতে পারে না। তার জীবন মোটামুটি সুখের আর ঝামেলা বিহীন।কিন্তু তার জীবনে সমস্যা শুরু হলো বই নিয়ে বিভিন্ন ব্যক্তির মৃত্যু আর সে না চাইতে সেই সব মৃত্যুর সাথে জড়িয়ে পড়ে সেটাই এইই বইয়ের প্রধান রহস্য।
একদিকে যেমন একের পর এক মৃত্যু মিছিল চলতে থাকে অন্যদিকে আমানুল্লাহ আমান ডিবির এক বিশেষ শাখার চিফ একটা টিম গঠন করেন এইই সব হত্যা রহস্যের তদন্তের স্বার্থে। সেই তদন্তের টিম এ আছেন সাইদুর, এলিন, আরাফ, মল্লিকা ওই এক রহস্যময় সাহায্য কারী জয়নুদ্দীন। তারা যত তদন্ত করে তাদের হাতে উঠে আসে একটা পেনড্রাইভ আর যেটা খুলে পড়তে গেলে লেখা থাকে "enor 404: encrypted device সেই ফাইল কি ভাবে dcript করতেই পারলেই পৌঁছানো যাবে খুনীর কাছে। প্রথম খুনের পর মৃতদেহের পাশে পাওয়া যায় অদ্ভুত একটা চিরকুট পাছা থানার ভূতকে ঘাটিও না। আর তদন্ত করতে করতে তাঁরা পায় অদ্ভুত এক বইয়ের উদাহরণ "পাছা খানার ভূত' সেই বই আর তার লেখক দুই রহস্য পেছনে ছুটে মরতে হয় গল্পের সাথে সাথে পাঠক কে এখন কে বেছে বেছে সিরিয়াল কিলিং করছে? তার সাথে সুকান্ত কি ভাবে জড়িয়ে পড়ে? আমানুল্লাহ আর তার টীম কি পারবে সেই সিরিয়াল বিলার ধরতে?" শব্দযাত্রা লেখক সংঘ আসলে কি? পাছাখানা ভুত বা কি এইই সব উত্তর পেতে হলে আমাদের পড়ে দেখতে হবে লেখক জুবায়ের আলমের সিরিয়াল বিষয়ক সাসপেন্স থ্রিলার শব্দযাত্রা লেখক সংঘ।
তাই সবার কাছে আমার অনুরোধ রইলো আপনার অতি অবশ্যই এই উপন্যাস টি পড়ে দেখবেন আমি আপনাদের বলছি পাঠক হিসেবে এতো ভালো বই থেকে নিজেকে বঞ্চিত করবেন না।
রেটিং – বইটির পাতায় পাতায় যে রহস্য সাসপেন্স থ্রিলার বর্তমান সত্যি বলতে কি এইই বইয়ের কোনো রেটিং হয়না। আফসোস এটাই আমরা এপার বাংলার মানুষ এইই বইটার ব্যাপারে খুব কম জানি। আমার রেটিং পারফেক্ট ১০ এর মধ্যে ১০০। অবাক হবেন না বইটা পড়লে আমার সাথে আপনারা সহমত পোষণ করবেন।

রিভিউটি লিখেছেনঃ Bapon Da

বই শব্দযাত্রা লেখক সংঘ 
লেখক- জুবায়ের আলম 
পাবলিকেশন-বুক স্ট্রিট 
জনরা সাসপেন্স থ্রিলার

খুন হতে শুরু হলেন বেশ কিছু লেখক, প্রকাশক ও চিত্রনাট্যকার। ধীরে ধীরে প্রকাশিত হতে শুরু করল এই প্রকাশনা জগতের এক ঘোলাটে অতীত।সুকান্ত, একজন টাইপিস্ট ও লেখক। টাকার বিনিময়ে অন্যের হয়ে বই লিখে দেয় সে।সুকান্ত খুনগুলোর সাথে নিজেকে জড়িয়ে এই কেইসের প্রাইম সাসপেক্ট হয়ে ওঠে।
ডিটেকটিভ ব্রাঞ্চের ডিফ এজেন্ট আমানুল্লাহ জায়েনুদ্দিনকে নিয়ে নেমে পড়েন তদন্তে।কে আছে এই খুন গুলোর পেছনে?সুকান্ত কি খুনগুলোর সাথে সত্যিই জড়িত!নার্কি ফাঁসানো হচ্ছে তাকে। শব্দযাত্রা লেখক সংঘ' এ জিনিসটাই বা কি?
'শব্দযাত্রা লেখক সংঘ' আমার পড়া জুবায়ের আলমের প্রথম বই। প্লট বেশ নতুন লেগেছে আমার কাছে। কাহিনী গতিশীল। যেভাবে কাহিনী এগিয়েছে একবার পড়া শুরু করলে শেষ না করে ওঠা কঠিন। কোথাও মনে হয়নি লেখক বেশি বর্ণনা দিচ্ছেন বা কোনো ঘটনার আরেকটু বর্ণনা থাকলে ভালো হতো। আমার মনে হয় যারা সিরিয়াল কিলিং বিষয়ে থ্রিলার পড়তে ভালোবাসেন তাদের অবশ্যই এই বইটা পড়া উচিৎ।

রিভিউটি লিখেছেনঃ Suman Roy

Post a Comment

0 Comments