রিরংসা
সঞ্চারী চক্রবর্তী
প্রকাশনা কাল: 2021
গল্পের মূল চরিত্র: অর্পণ, অনু, ব্রজমোহন বাবু
রিভিউটি লিখেছেনঃ যাযাবর
উত্তর কলকাতার গিরিশপার্ক এ একান্নবর্তী রক্ষণশীল বাঙালি পরিবারে বড় হওয়া অনু কলেজের গণ্ডি পেরোনোর আগেই অ্যারেঞ্জ ম্যারেজ করে অর্পণের সাথে ফিনল্যান্ডে রোভিয়মি নামক শহরে বসবাস শুরু করে।
অর্পণ প্রাইভেট সেক্টর এ কাজ করার দরুন তার বেশিরভাগ সময় ঘরের বাইরে কাটে এবং কোম্পানির কাজের জন্যে বিদেশে ঘুরে বেড়াতে হয়
ছোট থেকে একান্নবর্তী পরিবেশে বড় হয়ে ওঠা অনুর এইখানে পরিবেশে দমবন্ধ হওয়া শুরু হয়।
এরপর একঘেয়েমি একলা জীবনযাপন কাটার উদ্যেশে একদিন অনু ঘরের বাইরে বের হয়, তখনই তার পরিচয় হয় তাকাসাকি নামে একজন জাপানি ভদ্রলোকের সঙ্গে, ভদ্রলোক জাপানি হলেও তার রবীন্দ্রনাথ এবং সত্যজিৎ ভীষণ পছন্দের, এবং উনি রবীন্দ্রনাথের অনেক লেখাও পড়েছেন।
এইদিকে অর্পণ ক্রমশ উপলব্ধি করতে পারে, তার অনু আর আগের মত নেই, তার চেহারায় স্বভাবে, আচার আচরণে পরিবর্তন আসছে বন্ধুর পরামর্শে সে নিজের দূর সম্পর্কের সাইকেয়াট্রিষ্ট দিদি সুমীপাকে ঘরে এনে কয়েকদিন রাখে, এবং কয়েকদিন পরে তার দিদি জানায়, অনু' স্কৃৎজোফ্রেনিয়া নামক মানসিক রোগের শিকার, যেইখানে রোগী নিজেই নিজের সঙ্গে কথা বলে
কিন্তু এইদিকে অনু স্পষ্ট তাকাসাকিকে অনুভব করতে পারে, এবং বুঝতে পারে, সে ক্রমশ অর্পণ থেকে ধীরে ধীরে দুরে সরে গিয়ে তাকাসাকি এর ওপরে মানসিক ভাবে নির্ভরশীল হয়ে উঠেছে।
কিন্তু এইদিকে অনু স্পষ্ট তাকাসাকিকে অনুভব করতে পারে, এবং বুঝতে পারে, সে ক্রমশ অর্পণ থেকে ধীরে ধীরে দূরে সরে গিয়ে তাকাসাকি এর ওপরে মানসিক ভাবে নির্ভরশীল হয়ে উঠেছে।
অনুর সান্নিধ্যে থেকে তাকে আবার আগের মত প্রাণবন্ত করে তুলতে অৰ্পণ সিদ্ধান্ত নেয় সে তাকে নিয়ে বেজিং এর কনফারেন্স এ যাবে এবং নিজের কাছে রাখবে।
সেইখানে গ্রেট ওয়াল দেখতে গিয়ে একজন লামা অর্পণকে সাবধান করে তার স্ত্রী একজন দুষ্ট আত্মার কবলে পড়েছে।
এরপর অর্পণ সাহায্যের জন্যে ব্রজমোহন বাবুর শরণাপন্ন হোন, যিনি তার সম্পর্কে ছোটকাকু হোন।
এরপর কিভাবে অনু আত্মার কবল থেকে মুক্ত হন সেইটা ঘিরেই গল্প গড়ে উঠেছে।
গল্পটা আমার খুব বেশি খারাপ লাগেনি, মোটামুটি ঠিকই লেগেছে, কিন্তু ইদানিং এত বৌদ্ধ তন্ত্র চর্চা নিয়ে লেখালিখি হচ্ছে, ব্রজমোহন বাবু যখন তন্ত্রের ইতিহাস বোঝাচ্ছিলেন ওই অংশটা ভীষণ একঘেয়েমি লাগছিল।
ওইটুকু অংশ বাদ দিলে লেখাটা খারাপ নয়।
ব্যক্তিগত রেটিং : 6/10/
0 Comments
আপনার মতামত লিখুন।