নতুন গল্প ২৫ - তন্বী হালদার Notun Galpo 25 by Tanwi Halder

নতুন গল্প ২৫ - তন্বী হালদার Notun Galpo 25 by Tanwi Halder

নতুন গল্প ২৫
 তন্বী হালদার

বুকের ভিতর এক অন্য রকমের অনুভূতি ধারণ করেছেন সদ্য বই শেষ করে?
তার স্বাদ নিতে চলে আসুন। মোট ২৫ টি ভিন্ন স্বাদের গল্প আছে।
কখনো মা ও মেয়ের সম্পর্কে টান তো কখনো ছেদ তো কখনো মা বাবা দুজনের ই ব্যাক্তিগত জীবনের দিকে পাড়ি সন্তান ফেলে, তো কখনো জীবন বাবুর দিনলিপি তে মিশে থাকা একাকীত্ব তো কখনো উমনি ঝুমনি র অদ্ভুত পেশা বেছে নেওয়া ও রূপকথার স্বপ্নের পথে পা বাড়ানো তো কখনো পাড়ার সবচেয়ে ভালো মেয়ে সদ্য যুবতীর দিকে ধেয়ে আসে পাড়ার ছেলের কামুক দৃষ্টি ও ছোবলের খেলা, কখনো বিয়ের পর মেয়ে দের নিজেকে হারিয়ে ফেলা।
এই বই আপনাকে জায়গায় জায়গায় কাঁদাবে,হাসাবে,জেতাবে আবার লড়াই এ ফেরার শক্তি দেবে। আমার আপনার চারপাশে চোখে দেখা চরিত্র গুলি উঠে এসেছে এভাবে বই এর পাতায়।
সম্পূর্ণ নতুন এক লেখিকার লেখা পড়লাম। লেখনশৈলী অত্যন্ত ক্ষুরধার প্রখর ও বুদ্ধিদীপ্ত। পড়ে ফেলতে পারেন।

রিভিউটি লিখেছেনঃ Riya

Post a Comment

0 Comments