নির্ভানা ইন (২০১৯) Nirvana Inn (2019) Movie

নির্ভানা ইন (২০১৯) Nirvana Inn (2019) Movie

সিনেমা : নির্ভানা ইন (২০১৯)
পরিচালক: বিজয় জয়পাল
IMDb : ৫.৮/১০
আমার রেটিং : ৫/১০


সাইকোলজিকাল হরর । আদিল হোসেইনের মত উঁচু মানের অভিনেতা। হিমাচলের অতুলনীয় অথচ ভয়ংকর সৌন্দর্য - সাথে আসামের লোকনৃত্যের অপূর্ব মেলবন্ধন। তারপর আবার গা ছমছমে ভৌতিক আবহ। তথাকথিত ভুত কিন্তু কোথাও দেখানো হয়নি।  তাহলে ভূত কি মনেই? আপনার সুস্থ মানসিক অবস্থাকে খানিক ঘেঁটে দেওয়ার ক্ষমতাধর এই সিনেমা কি শেষ অব্দি নির্বাণ পেলো? সেটাই আলোচ্য। 

অনেকেই এই সিনেমাকে নোলানের আশ্চর্য সৃষ্টি ইনসেপশন এর সাথে তুলনা করছেন। প্রথমেই বলে রাখি, এহেনো তুলনা যুক্তিহীন। দুটো সম্পূর্ণ আলাদা মাত্রার ছবি, এবং গ্রে ম্যাটার খরচের হিসেব নিকেশের দিকে ইনসেপশন অবশ্যই অনেক অনেক এগিয়ে থাকবে। কিন্তু এই সিনেমা আপনাকে ভাবাবেই।

গল্পটি এরকম: অতীতে ভয়াবহ একটি ঘটনার থেকে পালিয়ে আসামের এক লোকনর্তক ও নৌকা চালক ব্যক্তিটি (আদিল হোসেইন) এখন হিমাচলের একটি হোটেলে কেয়ারটেকারের কাজ নিয়ে নতুন জীবন শুরু করেন। কাহিনী আমরা ওনার point of view থেকে দেখতে পাই। কাজেই প্রথম থেকেই অনেক অসংলগ্ন ঘটনা ঘটতে থাকে। তার অতীত জীবন থেকে মৃত মানুষেরাই ওই হোটেলে ফিরে আসতে থাকেন। বাড়তি মাত্রা যোগ করেন এক লেখিকা। সিনেমাটি অর্ধেক পেরিয়ে যাবার পরই হয়ত দর্শকরা কাহিনীর স্থান কাল মাত্রা অনুধাবন করতে পারবেন; তার আগে নয়। সিনেমা শেষ হবার পর বসে ভাবতে ও একাধিক ব্যাখ্যা দাঁড় করাতে পারবেন। এটাই এই সিনেমার জয়। তার উপর আদিল হোসেইন একাই একশো। লোক নৃত্য থেকে শুরু করে ম্যানারিজম, অসমিয়া টান রেখে উত্তেজনার মুহূর্তেও কথা বলা, এক একটা ভাব ভঙ্গি - আমার দেখা ওনার জীবনের সেরা অভিনয় এটাই। বাকি চরিত্রগুলি যথাযথ। ছবির গতি শ্লথ, সম্পাদনা আরও কঠোর হতে পারতো। ব্যকগ্রাউন্ড ও চিত্র পরিচালনা ভালো। 

সব মিলে নির্ভানা ইন এক মিশ্র অনুভূতি দেয়। এই genre এর সিনেমা আরও আসুক। 

দেখার আগে দেখতে পারেন: তুম্বাড, ফোবিয়া

Post a Comment

0 Comments