নিছক কোনো স্বপ্ন নয় - নাইমুর রহমান নাহিদ Nichok Kono Sopno Noy by Naimur Rahman Nahid

নিছক কোনো স্বপ্ন নয় - নাইমুর রহমান নাহিদ Nichok Kono Sopno Noy by Naimur Rahman Nahid

নিছক কোনো স্বপ্ন নয় 
নাইমুর রহমান নাহিদ


এই বইটার রিভিউ দেওয়া খুব কঠিন, কারণ বইটার প্রচ্ছদে যা লেখা আছে সেটাই গল্প এর থেকে বেশি কিছু লিখলে পুরো গল্পটা বলা হয়ে যাবে।
তাও চেষ্টা করছি।
এক পুলিশ অফিসার তার পরিবারের মৃত্যুর পর একজন স্টুডেন্টের সাথে রুম শেয়ার করে থাকেন এবং কিছুদিন ধরে প্রতি রাতে এক স্বপ্ন দেখে যে কোনো এক ব্যাক্তি খুন হচ্ছেন এবং পরের দিন সকালে উঠি তার সহকারীর ফোন পান যে রাতে স্বপ্নে দেখা লোকেশন এ খুন হয়েছে সেখানে ফিয়ে তিনি আবিষ্কার করে যে সেই ব্যক্তিকেই তিনি গত রাতে খুন হতে দেখব এবং খুনের অস্ত্রও কোথায় আছে তাও তার স্বপ্নের সাথে মিলে যায়, কিন্তু মৃত ব্যাক্তিদের তিনি চেনেনা, কিন্তু মৃত ব্যক্তির বাড়ির রাস্তা থেকে সিঁড়ি, গলি, বাগান সবই মিলে যায় তার স্বপ্নের সাথে। মৃত ব্যাক্তিদের তিনি চেনেন না কিন্তু সত্যি কি তিনিই কি খুন করছেন আর যার খুন হচ্ছেন তাদের মধ্যে কি সম্পর্ক? কি ভাবে তিনি এর থেকে বেরোবেন তার সহকারীও তাকে সন্দেহ করতে শুরু করছে তিনি নিজেই এটা মানতে শুরু করছেন। তবে কি তিনি নিজেই খুনী? না অন্য কেউ? আর যদি নিজেই খুনি হন তো কেন খুন করছেন? এর উত্তর বইটা পড়তে হবে।
এটাকে ছোট গল্প বলা যায় আর শেষ টা সায়েন্স ফিকশন দ্বারা প্রভাবিত। এবং লেখক এমনভাবে শেষ করেছেন জাত পরের পার্ট আসতে পারে।

রিভিউটি লিখেছেনঃ Puma

Post a Comment

0 Comments