The Kite Runner
Khaled Hosseini
Riverhead Books
খালেদ হোসেইনির অন্যতম জনপ্রিয় এই উপন্যাসটি বহুদিন পড়ার ইচ্ছে ছিল, কিন্তু কেনা হয় নি. এবং নানা কারণে পিডিএফ বা ইপাব কপির খোঁজ করাও হয় নি। পিডিএফ লাইব্রেরি গ্রুপ থেকে পাই কিছুদিন আগে, তারপর এই উপন্যাস পড়া, তথা, নতুন এক জীবনচর্যার যাত্রা শুরু।
সাধারণত, এক টানা পড়তে অভ্যস্ত আমি, কিন্তু এই উপন্যাস আমাকে শিখিয়েছে, (বলা ভালো বাধ্য করেছে। বিরতি নিয়ে Best ধীরে চরিত্রের অভ্যন্তরে ঢুকে, অনুভব করতে করতে এগোতে।
প্রতিটি চরিত্রের ঘাত-প্রতিঘাত, বেদনা, অন্তলীন দ্বিধা ক্রমশই larger than life' নয়, বরং হৃদয়ের কাছাকাছি এনেছে চরিত্রগুলিকে।
নিজেকে বারবার প্রশ্ন করতে হয়েছে, আমরাও কি, গল্পকথকের মতো, একইভাবে বড়ো বেশি কঠোর হয়ে সীমিত করে রাখি না আমাদের কথকের নাহয় রহিম খান ছিল, যে সেই গন্ডি ভেঙে দিয়েছিল, আমাদের কাইট রানার বন্ধুত্বের গল্প? আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এ শুধু বনধুত্বের আখ্যান না, শৈশবের অজ্ঞাতে করা ভুলের প্রায়শ্চিত্ত না, কিংবা শুধু রক্তের সম্পর্কের কাছে ফেরা নয়। এ একদা সমৃদ্ধ ভূখণ্ডে সযত্নলালিত বিদ্বেষের অরণ্যে, মৃতপ্রায় মানবতার অস্তিত্বরক্ষার সংগ্রাম।
এই বই যেমন সমৃদ্ধ করেছে আমাকে ভাবিয়েছে তেমন একটা দিক খানিক দুর্বল মনে হয়েছে। খলনায়ক চরিত্রটির নৃশংসতা কি শৈশব থেকেই তার পিতামাতার কাছে অজ্ঞাত ছিল? অন্তত, তার মা, যিনি একজন জার্মান মহিলা, তিনি কুখ্যাত একনায়ক হিটলারের প্রতি তার কিশোর সন্তানের অন্ধ আনুগত্য দেখে নীরব থাকলেন কেন? দুই কুখ্যাত মৌলবাদী সংগঠনের অন্যতম প্রধান পদাধিকারী, কেবল ঝোঁকের বশে বাল্য প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াইয়ে নামল কেন? এমন চরিত্র অগ্র-পশ্চাত বিবেচনা না করে, শুধু এক যৌনদাসের জন্য লড়তে নামল, এবং তারপর পালাতে থাকা দুই ব্যক্তিকে ধাওয়া করল না আমেরিকা যাওয়ার আগেও, এটা ব্যক্তিগতভাবে আমার কিছুটা অবিশ্বাস্য লেগেছে।
তবু ঐ যে বললাম, বিদ্বেষ বিষের শত আঘাত সহ্য করে বেঁচে থাকা মানবতার এই আখ্যানের কাছে বারবার ফিরে আসা যায়, কারণ মনের মধ্যে অনুভূতিপ্রবণ সদ্য কৈশোর বারবার বলে, for you, a thousand times".
রিভিউটি লিখেছেনঃ Tridhara treview
0 Comments
আপনার মতামত লিখুন।