কালসন্ধ্যা - মনোজ সেন Kalsondha - Manoj Sen

কালসন্ধ্যা - মনোজ সেন Kalsondha - Manoj Sen

কালসন্ধ্যা 
মনোজ সেন


বইটি থ্রিলার genre র গল্পের সংকলন। কিছু অতিবাস্তব উপাদান ব্যবহার করা হলেও, বইটি পাঠকের ভালোই লাগবে। কিছু টানটান মুহুর্তও দেখা যায় যা বইটিকে পাঠককে হাত থেকে নামাতে দেয় না। লেখক নিজেও বলেছেন যে এখানে থ্রিলার অর্থে খুনোখুনি, মারামারি নয় তবে অন্যরকম থ্রিলের দেখা পাওয়া যাবে। পাঠকরা যদি অন্য স্বাদের জ্ঞানভিত্তিক থ্রিলার পড়ার শখ রাখেন, তাহলে বইটি হাতে তুলে নিতেই পারেন।

রিভিউটি লিখেছেনঃ 

Post a Comment

0 Comments