জোনাকির রং
সায়ক আমান
এ পৃথিবীতে লেখা প্রত্যেক টা সুইসাইড নোট হল মৃত্যু কে লেখা প্রেমপত্র। একাকীত্ব, চাইল্ডহুড ট্রমা, কাছের মানুষের ভাবহেলা, মানসিক ও শারীরিক অত্যাচার এ সব এর মধ্যে পরে আমরা নিজেদের হারিয়ে ফেলি। না চাইতেই চিরতরে আত্মকেন্দ্রিক, স্বার্থপর হয়ে যায়। আত্মহত্যা আমাদের মস্তিষ্কের দখল নিতে শুরু করে। ঐ জায়গা টা মনে হয় ইউটোপিয়া। অত্যন্ত সুখের জায়গা.....
বিনি, অনেক বার সুইসাইড অ্যাটেম্পট নিয়েছে। তার কাকা তাকে সারানোর জন্য কোলকাতা থেকে এক আরজে কে আনছে তার কাছে মোটা টাকার বিনিময়ে শুধু গল্প বলতে হবে।
ওদিকে মেয়েটি র শরীরে অদ্ভুত ক্ষমতা রয়েছে। আরজে এর এই বাড়িতে আসার পর তার সাথে দিন এর পর দিন ঘটে অদ্ভুত ঘটনা। সাইকোলজিস্ট নিহারিকা বসু বিনির চিকিৎসায় নিযুক্ত। তিনি আবার প্রতি ঘটনার সাথে সাথে আবিষ্কার করেন বহু বছরের আচ্ছাদিত সত্য। কি সেই সত্য?
বাস্তব এর সাথে কল্পনার রং মিশিয়ে এই বই হল ম্যাজিক রিয়েলিজিয়। শুরু থেকেই চরিত্রের গল্প বিক্ষিপ্ত। ১২ তম অধ্যায় এর পর থেকে এসে বেশ ভালো লাগে।
ফিলোসফির আদলে সুখ ও দুঃখের অদ্ভুত মেলবন্ধন। আর চিত্র অলংকরণ অপূর্ব।
রিভিউটি লিখেছেনঃ Riya
0 Comments
আপনার মতামত লিখুন।