কমিক্স ইতিবৃত্ত - কৌশিক মজুমদার
কমিক্স এই মাধ্যম টি কে অনেকে অপাংক্তেয় হিসেবে গন্য করলেও আজকের যুগে একে বোধহয় একেবারে ঊপেক্ষা করাও যায়না .অনেকে মনে করেন কমিক্স পড়লে বই পড়ার অভ্যাস ন্ষ্ট হয়ে যায় .কিন্তু বিদেশে এই মাধ্যম টিকে নিয়ে অনেক ভালো ভালো কাজ অতীতে ও হয়েছে এবং এখনও হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে কমিক্স এবং সাহিত্য এই সীমারেখা টাই মুছে গেছে। বাংলায় কমিক্স এর ঊৎপত্তি এবং ইতিহাস নিয়ে এত ভালো ভাবে এবং পুংখানুপুঙ্খ রুপে কাজ আগে কোনদিন হয়েছে বলে চোখে পড়েনি। অনেক অজানা তথ্য জানতে পারলাম। এই জন্য লেখকের অবশ্যই একটি বড় ধন্যবাদ প্রাপ্য। সম্পূর্ন বইটাতেই প্রচুর গবেষণার ছাপ পরিস্ফুট। প্রচুর তথ্য থাকলেও, লেখকের লেখনীর গুনে কোথাও তা বিরক্তির উদ্রেক করেনা। তবে ভারতীয় তথা বাংলার কমিক্স নিয়ে আরও একটু বেশি কাজ থাকলে আরো ভালো লাগতো। কমিক্স নিয়ে যারা আগ্ৰহী এবং বিশ্ব কমিক্স নিয়ে যারা আরও তথ্য জানতে চান তাদের জন্য এটা একটি অত্যন্ত স্বাদু এবং রোচক বই।
রিভিউটি লিখেছেনঃ
0 Comments
আপনার মতামত লিখুন।