চন্দ্রহাস ২ মহাকাল - সৌরভ চক্রবর্তী - Chandrahas 2 Mohakal by Sourov Chocroborti

চন্দ্রহাস ২ মহাকাল - সৌরভ চক্রবর্তী - Chandrahas 2 Mohakal by Sourov Chocroborti

বই - চন্দ্রহাস ২ 
লেখক - সৌরভ চক্রবর্তী


চন্দ্রহাস জাগ্রত হচ্ছে.......
ত্রিশূল প্রস্তুত হচ্ছে চন্দ্রহাসের বিরুদ্ধে.......
ছাত্র ভুলপথে গেলে শিক্ষককে তো আসতেই হবে.......
চন্দ্রহাসের ১ম পর্ব যেখানে শেষ হয়েছিল, ২ এর ঘটনাকাল তার কয়েক বছর পরের। চন্দ্রহাস মহলের মধ্যে গল্প শেষ হয়নি, বরং এবার গল্পের বিস্তৃতি দেশের নানা দর্শনীয় স্থান জুড়ে। চৌধুরী বংশ কি সত্যিই রক্ষা পেল ভৈরবের অভিশাপ থেকে নাকি তার কালো ছায়া আবার পড়বে চৌধুরী বংশের ওপর? রিশান কোথায় গেল সেই ঘটনার পর? পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে হঠাৎ উধাও হতে শুরু করেছে লোকজন - এটা কি কোনো অশনি সঙ্কেত? চন্দ্রহাস কোথায় গেল তারপর?... জানতে গেলে পড়তে হবে এই উপন্যাস।
পারিবারিক নরবলির যে উপাখ্যান শুরু হয়েছিল আগের পর্বে, তার আরও স্পষ্ট ঘটনাক্রম এই পর্ব (নরবলির চেয়ে বলা ভালো নারীবলি)। প্লট আগের বারের তুলনায় উন্নত ও গোছানো। লেখক এই পর্বে বর্তমানের ঘটনার ওপর জোর দিয়েছেন বেশী, তবে তার সাথে অতীতের ইতিহাস, পুরাণ ও বলির ঘটনার যে মিশেল ঘটেছে তা এক কথায় অসাধারণ (বিশেষ করে বারাণসীর ও উজ্জয়িনীর বর্ণনা)। কিছু টুকরো ঘটনা দিয়ে গল্প শুরু হয়েছে যার সমন্ধে জানা যাবে গল্প এগোলে। কিছু নতুন চরিত্রের আগমন ঘটেছে এবার, তবে তারা কতটা সফল সেটা পাঠক বলবেন কারণ কিছু কিছু ক্ষেত্রে চরিত্রগুলির ভূমিকা নিষ্প্রয়োজন বলে মনে হতে পারে। যারা ইতিহাস ভালোবাসেন তাদের অবশ্যপাঠ্য, তবে কিছু জায়গায় ইতিহাসের কথাগুলি অনাবশ্যক মনে হয়েছে। গায়ে কাঁটা দেওয়ার মতো না হলেও গল্প টানটান, আগের পর্বের তুলনায় কিছুটা যেন পিছিয়ে গেছে এবার, সেরকম কোনো টুইস্ট নেই গল্পে যা একটু হতাশাজনক। তবে ভয়ংকর কিছু বিদ্যা যেমন- নাগমোহিনী বিদ্যা, উল্লুকতন্ত্র ইত্যাদির স্পষ্ট বিবরণ পাওয়া যায়। গল্পের ক্লাইম্যাক্স বেশ নৃশংস। গল্পের শেষ সেই অর্থে হ্যাপি এন্ডিং না। গল্প এখানেই শেষ নয়, তৃতীয় পর্ব আসছে......
ব্যক্তিগত রেটিং - ৭.৫ / ১০

রিভিউটি লিখেছেনঃ Cthulhu

Post a Comment

0 Comments