বইয়ের নাম : বাসব অমনিবাস
লেখক : কৃশানু বন্দ্যোপাধ্যায়
অনেকেই বলে, বাসবের সাথে কিরীটি রায়ের মিল খুঁজে পান (আমার কাছের মানুষেরাও)। আমি কিরীটির ১ম খন্ড পড়েছি আর আলাদা করে কিছু গল্প ।তাই, সরাসরি মিল বলতে কিছুই পাইনি তেমন
যাইহোক, আমার কাছে যদি সবচেয়ে চমকপ্রদ কোনো গল্প লাগে বাসবের, সেটি হলো, "ছায়া ছায়া রাতে" (১০ নং খন্ডের অন্তর্গত)। কারণ এতে, শেষপৃষ্ঠার আগে পর্যন্ত বুঝতে পারা যায়না খুনী কে, যা রহস্য গল্পের অন্যতম চমক বটে। বিষয়খানি সম্পূর্ণ বলে ফেলে, পরবর্তী পাঠকগণের পড়ার আমেজ নষ্ট করতে চাই না । আর বাকি গল্পগুলোও মন্দ লাগেনি।
তবে এটি সত্যি, বাসবের অধিকাংশ গল্পের মধ্যে প্রেম, ভালোবাসার কারণে প্রতিহিংসা বা প্রেমিক-প্রেমিকা বা বাগদত্তা বা স্বামী-স্ত্রী বিপদে পড়া এর প্রকাশ প্রচন্ড এবং অবশ্যই বাসব প্রতিবারই উদ্ধারকর্তা রূপে আবির্ভূত হয়েছে। এটি অবশ্যই আমার নিজের অনুভূতি মাত্র । কিন্তু সেই এক ধাঁচের মিটিং করে (বেশিরভাগ ক্ষেত্রে) অপরাধী পাকড়াও করার উন্মাদনাই আলাদা, যা বাসবের গল্পে পুরোমাত্রায় পেয়েছি। এজন্য লেখককে ধন্যবাদ।
রিভিউটি লিখেছেনঃ Saikat Sengupta
0 Comments
আপনার মতামত লিখুন।