আবাহন - কৌশিক পাল Abahan by Kaushik Pal

আবাহন - কৌশিক পাল Abahan by Kaushik Pal

উপন্যাস : আবাহন 
লেখক: কৌশিক পাল

পুজো, প্রেম, রাজনীতির ত্রিবেনী সঙ্গমে উপভোগ্য উপন্যাসটি।
লেখকের ঝরঝরে গদ্যের জন্য বেশ পড়ে ফেলা যায়। পুজোকে কেন্দ্র করে কয়েকমাস আগে থেকেই তৎপর হয়ে ওঠে পাড়ার ক্লাব ও পুজো কমিটিগুলো। এই উপন্যাসের কেন্দ্রেও রয়েছে তালতলা শ্রীপত্নীর ক্লাব মেম্বার ও তাদের চল্লিশ বছরের দুর্গাপুজোকে কেন্দ্র করে বিবিধ কর্মকান্ড। উপন্যাসের প্রধান চরিত্র সৌজন্য। বিক্রমগড় থেকে কর্মসূত্রে তার তালতলাতে সপরিবারে আগমন এবং নিজগুণেই ক্লাবের রাশ হাতে তুলে নেওয়া। এই চরিত্রটিকে বেশ যত্ন করে গড়েছেন লেখক । তার বুদ্ধিমত্তায় রূপে, গুণে, ব্যবহারে মুগ্ধ পাড়ার আট থেকে আশি সব্বাই। অল্পবয়সী ছেলেরা তার নেতৃত্বে থেকে গর্বিত হয় আর মেয়েরা এড়াতে পারে না তার চৌম্বকীয় আকর্ষণ। সৌজনাকে ঘিরে আবর্তিত ঘটনার মাঝে রুবাই ও সুমেধার প্রেমপর্ব পড়তে ভালোই লাগে। ফুটবল ম্যাচ থেকে থিমের পুজো পুজোর অনুষ্ঠান, খাওয়াদাওয়া, বিসর্জনের শোভাযাত্রা নিয়ে পরিকল্পনা সবই এই উপন্যাসে মিশিয়ে দিয়েছেন লেখক। তার সঙ্গে কড়াপাকে মিশেছে পুজো কমিটি ও পাড়ার ক্ষমতা দখলের জন্য রাজনীতির চোরাস্রোত।
রঘুবীর, জিকো জিংগো, মিসেস রায়, তপন এমন আরও অনেক চরিত্র যেন আমাদের আশেপাশের চেনা মুখগুলোরই নামান্তরিত রূপ। এইখানেই লেখকের মুন্সিয়ানা। তবে শেষের দিকের ঘটনা ও তার সমাধান যেন অতি সরল ভাবে ঘটে যায়। যাই হোক, রাজনীতির ক্রূর কৌশল ও তাকে ব্যর্থ করে শুভচেতনার জয়বার্তাই এ উপন্যাসে ঘোষণা করেছেন লেখক। হাতে সময় থাকলে আপনিও ঘুরে আসতে পারেন তালতলা শ্রীপল্লী থেকে। মন্দ লাগবে না।

রিভিউটি লিখেছেনঃ shubhayan chakraborty

Post a Comment

0 Comments