প্রসঙ্গ: টাইম ট্র্যাভেল মুভিজ
এই জেনারে প্রথম মুভি দেখেছিলাম "Back To The Future" দিয়ে। এতটাই ভালো লেগেছিলো যে তিনটে পার্ট ই খুব কম সময়ে শেষ করেছিলাম।তারপর থেকেই টাইম ট্রাভেল রিলেটেড মুভির প্রতি আমার আসক্তি আসে।এখনও পর্যন্ত প্রচুর সিনেমা শেষ করেছি। যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে এগুলির মধ্যে কোনটা বেস্ট, তাহলে বলবো বেশ কতগুলি মুভির মধ্যে আমি কনফিউসড, সেগুলি একটা অন্যটির থেকে আলাদা ও রোমহর্ষক। প্রত্যেকটিই তাক লাগিয়ে দেওয়ার মত, যেমন "predestination" এর লুপ কোথা থেকে যে শুরু সেটা অস্পষ্ট রেখে ডিরেক্টর দর্শকদের মধ্যে ভাবনার বিষয় রেখে দিয়েছে। "Interstellar" মুভিটা যদিও টাইম ট্রাভেল মুভি নয় তবুও fifth dimension নিয়ে আলোচনা করা হয়েছে। তাছাড়া প্রায় সবরকম মুভি ইন্ডাস্ট্রি তে এই রকম মুভি দর্শকদের নজর কেড়েছে। যেমন বলিউডে "shree", "Action Replay", "Fun2sh"
টলিউডে "Abby Sen" কলিউডে "The Time Machine", "24" আর হলিউড এ তো অগণিত মুভির সম্ভার, যেমন "Happy death day", " time Loop", "looper" etc.
রিভিউটি লিখেছেনঃ
0 Comments
আপনার মতামত লিখুন।