শারদীয়া অন্তরীপ ১৪২৮ - কমিকস্ স্পেশাল Sharadiya Antarip 1428 Comic special

শারদীয়া অন্তরীপ ১৪২৮ - কমিকস্ স্পেশাল Sharadiya Antarip 1428 Comic special

শারদীয়া অন্তরীপ ১৪২৮ - কমিকস্ স্পেশাল
প্রকাশক: অন্তরীপ পাবলিকেশন


অন্তরীপ শারদীয়া ১৪২৮ একটি বই থাকলেও ,আলাদা করে কমিকস্ স্পেশাল বের হয়েছে। এই কমিকস্ স্পেশাল সংখ্যায় মোট তিনটি ভিন্ন স্বাদের কমিকস্ রয়েছে , ভৌতিক রসের কমিকস্ 'রাহবার', থ্রিলারধর্মী কমিকস্ 'সিংহাসনের অভিশাপ', মজাদার কমিকস্ 'গোলমেলে চশমা'। 

ভৌতিক রসের কমিকস্ 'রাহবার'- কাহিনী:চমক মজুমদার, চিত্রনাট্য:সপ্তর্ষি  চ্যাটার্জী, অঙ্কন:ওঙ্কারনাথ ভট্টাচার্য, রঙ:রাকেশ কুমার বিশ্বাস। জঙ্গি কার্যকলাপের ভৌতিক সমাপতন এই হলো এই কমিকসের বিষয়। ওঙ্কারনাথবাবুর আঁকা এই কমিকসের প্রাণ। আমার এই কমিকসটি দারুণ লেগেছে।

থ্রিলারধর্মী কমিকস্ 'সিংহাসনের অভিশাপ'- কাহিনী ও ছবি:প্রদীপ্ত মুখার্জী। কমিকসের শুরুর পাতাটি প্রিকোয়েল, একটি রাজপরিবারের ধনসম্পদের ওপর কাহিনী, বর্তমানের চক্রান্ত এবং তার সমাধান। এই প্রথম আমি এই লেখকের কমিকস পড়লাম। আমার এই কমিকসটি মোটামুটি লেগেছে।

মজাদার কমিকস্ 'গোলমেলে চশমা'- কাহিনী ও ছবি:সুযোগ বন্দ্যোপাধ্যায়। 'রাপ্পা রায়' আমার ভীষণ পছন্দের কমিকস্ ক্যারেক্টার। একটি আশ্চর্য চশমা নিয়ে কাহিনী। সুযোগবাবু এই কমিকসেও নিরাশ করেননি। ওনার অন্য সব কমিকসের মতো এই কমিকসটিও আমার খুব ভালো লেগেছে। ছবিগুলোও ভীষণ আকর্ষণীয়। 

'শারদীয়া অন্তরীপ ১৪২৮ - কমিকস্ স্পেশাল' বইটির গুণগত মান, পৃষ্ঠার মান, ছাপা, বাঁধাই - এসব নিয়ে কথা বলার কোনো জায়গাই নেই। কমিকস্ পড়তে কার না ভালো লাগে ! খুব সুন্দর বইটি, তাই কমিকস্ প্রেমীদের এই বইটি খুবই ভালো লাগবে। আর বাকি বইপ্রেমীরাও এই বইটি একবার পড়ে দেখতে পারেন মন্দ লাগবে না।
  
রেটিং - ৮/১০

রিভিউটি লিখেছেনঃ Trishila Mohanty

Post a Comment

0 Comments