বইয়ের নাম _ সৈনিকের জীবন
লেখক_গীতি কণ্ঠ মজুমদার
পাবলিকেশন _ স্বস্তিক প্রকাশন
প্রথম প্রকাশ _ নভেম্বর ২০২২
মূল্য_ ২৫০ টাকা
পৃষ্ঠা সংখ্যা _ ১৪৪
জনরা_ সামাজিক উপন্যাস
অনেকদিন পর একটা উপন্যাস যেটা পড়ে মনে একটা আলাদা দাগ কাটা রইলো। এইই লেখক এর বই আমি এর আগে পরিনি।কিন্তু এই বইটার নাম শুনে ভেবে নিয়ে ছিলাম এইই বইটা নিশ্চয়ই পড়বো।
আর বইটা শেষ করার পর আর রিভিউ না দিয়ে পারলাম না। এতো সুন্দর একটা উপন্যাস লেখার জন্য লেখককে অনেক ধন্যবাদ
প্রথমে কভার পেজ টা এতো সুন্দর।
আর তেমন সুন্দর এইই উপন্যাস টির নাম সৈনিকের জীবন। সত্যিই তো আমরা যারা সাধারণ মানুষ আর একটা সৈনিকের জীবন এর মধ্যে কি তফাৎ টা বইটির পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখক বর্ননা করেছেন। আর সেই দিক থেকে চিন্তা করলে এর থেকে ভালো কোনো নাম এইই উপন্যাস টির হতে পারতো না। একদম সার্থক নাম এবং যথার্থ
আমাদের বর্তমান আলোচিত উপন্যাস টি লেখক লিখেছেন 1974 এর সমসাময়িক সময়ে। এইই উপন্যাসের নায়ক দ্বৈপায়ন মালিক।
যার ছোটো বেলা থেকে একটাই স্বপ্ন যে সে নিজেকে প্রস্তুত করে সেনা বাহিনী যোগদান করবে। তার জন্য সে সব রকম কষ্ট করতে ইচ্ছুক ওহ সব রকম কষ্ট করতে প্রস্তুত। বীরভূম এর ধারে একটা ছোটো গ্রাম কাবিলপুর এ সে বাস করে তার ভাই , বোন , বাবা ,মা সঙ্গে। তার বাবা পেশায় একজন দিন মজুর, আর মা ঘুঁটে বিক্রি করে। সেই গরীব পরিবারের আধপেটা খাওয়া এক ছেলে সপ্ন দেখে সে একটা ভালো চাকরি পেয়ে তাদের পরিবারের সব সমস্যা দুর করবে।সেই সপ্ন চোখে নিয়ে দ্বৈপায়ন ওহ তার এক বন্ধু ট্রিপন শেখ পরীক্ষা দিতে যায় সিউড়ীতে।
সেখানে অনেক এর সাথে কম্পিটিশন করে দ্বৈপায়ন এর সিলেক্ট হওয়া।
আর সেখান থেকে তার পর রাঁচিতে সিলেক্ট হাওয়া। সেখানে কঠিন 6 মাসের ট্রেনিং শেষ হবার পর তার চাকরি পাকা হওয়া। এইই 6 মাসের ট্রেনিং এর বর্ণনা লেখক এতো সুন্দর ভাবে বর্ণনা করেছে যে সেটা পড়তে পড়তে আমরা সাধারণ মানুষ ভাবলে অবাক হয়ে যায় একজন সৈনিক দেশের জন্য কতো আত্মত্যাগ করে।
লেখক এই দ্বৈপায়ন কে নিয়ে তার স্বপ্ন আখাংকা তার কষ্ট যে ভাবে তুলে ধরেছেন টা পড়তে পড়তে আমরা কখন যে নিজেরা গল্পের বিষয় বস্তু হয়ে যায় সেটাই লেখকের মুন্সিয়ানা।
উপন্যাস টির প্রথম দিকে আছে সৈনিক হবার অপেক্ষা।সেখান থেকে যখন সে পোস্ট পায় আসাম এ সেখানে প্রকৃতি বর্ণনার পাশপাশি উপন্যাস এর নায়ক এর সৈনিক হবার পর কঠিন পরিশ্রম আমাদের মন জয় করে নিতে বাধ্য করে। একদিকে দেশের প্রতি ভালোবাসা , কর্তব্য আর অন্যদিকে নিজের পরিবার মা,বাবা , বোন,ওহ সব শেষে তার বউ তাদের প্রতি সম্পর্কের টানাপোড়ন এতো সুন্দর ভাবে বর্ণনা করেছেন লেখক টা বইটি পড়লে আমরা জানতে পারবো।
সত্যিই তো এক জন সৈনিক আমাদের রক্ষার জন্য নিজের অমূল্য প্রাণ ওহ পরিবার ত্যাগ করে।আর আমরা সাধারণ মানুষ কি সত্যি তাদের নিয়ে আলোচনা করি।
দিনের শেষে ভুলে যাই তাদের।
তাদের পরিবারের ত্যাগ। নিজের আপনজন কে আমাদের রক্ষার স্বার্থে ছেড়ে দেওয়া, তাদের সব সপ্ন আশা আকাঙ্খা জলাঞ্জলি দেওয়া সেটা এইই বর্তমান উপন্যাস টি পড়লে জানতে পারি।
উপন্যাসের শেষে দেশ প্রতি নিজের কর্তব্য করতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন এ এক করুন পরিণীতি তে লেখক উপন্যাস শেষ করেছেন। তার পরিবার তার মৃত দেহের উপর বিলাপ চোখ এ জল আনতে বাধ্য।
তাই সবার কাছে আমার অনুরোধ রইলো আপনার অতি অবশ্যই এই উপন্যাস টি পড়ে দেখবেন "সৈনিকের জীবন" লেখক গীতি কণ্ঠ মজুমদার
রেটিং _ বইটির পাতায় পাতায় এক সৈনিক দ্বৈপায়ন কে চরিত্র করে সৈনিক দের কষ্ট তুলে ধরেছেন।সেটার
জন্য যতো নাম্বার দেবো ততোই কম।
ব্যাক্তিগত ভাবে আমি ১০ এর মধ্যে ১০ এর বেশি কিছু দিতে পারলে দিয়ে দিতাম।
রিভিউটি লিখেছেনঃ বাপদা
0 Comments
আপনার মতামত লিখুন।