নির্বাচিত ভূতের গল্প - হুমায়ুন আহমেদ Nirbachita Bhuter Golpa by Humayun Ahmed

নির্বাচিত ভূতের গল্প - হুমায়ুন আহমেদ Nirbachita Bhuter Golpa by Humayun Ahmed

নির্বাচিত ভূতের গল্প
হুমায়ুন আহমেদ 


পাথর, পিঁপড়ে, ছায়াসঙ্গী, শবযাত্রা, ওইজাবোর্ড, সে।
ছয়টি গল্পের সমাহারে সজ্জিত  হুমায়ুন  আহমেদ  স্যার রচিত নির্বাচিত ভূতের গল্প। ভূতের গল্প মানেই এক  অন্য  জগত যা বিশ্বাস  অবিশ্বাসের সীমারেখায় দোদুল্যমান। রোমাঞ্চকর শিহড়নের স্তরে স্তরে যেন রয়ে যায় বিস্ময়।এ বইটির ক্ষেত্রে ও তার অন্যথা হয়নি।প্রত্যেকটি গল্পই পারিপার্শ্বিক  সামাজিক প্রেক্ষাপটে  লেখা যার ফলে গল্পগুলি এতটাই প্রানবন্ত  যে অলৌকিকতার সীমা পার করেও যাকে মনে হয় অতি মাত্রায়  বাস্তব।আর এখানেই লেখকের লেখনীর সার্থকতা।

পাথর-দুটি অসম বয়সী প্রেমের এক মর্মান্তিক  পরিণতি ঘন রহস্যের জাল বুনন করেছে।মনস্তাত্ত্বিক  এ গল্পের মাধ্যমে  মানুষের মনের অন্ধকার দিকের পাশাপাশি  উঠে আসে  অপরাধ  প্রবন মানসিকতার চরমতম দিক।

পিঁপড়ে -মানুষের কর্মফল তার ভবিষ্যতের ওপর কিভাবে প্রভাব  বিস্তার  করে এ গল্প তারই কথা বলে।নিয়তির অমোঘ খেলায় কিভাবে মানুষ এগিয়ে যায় তার মৃত্যুর দিকে  এ গল্প তারই প্রমান।

ছায়াসঙ্গী-মৃত্যুকে খুব কাছ থেকে প্রত্যক্ষ করার পর বা কবর থেকে উঠে আসার পর কোনো মানুষ কি তার বর্ননা দিতে পারে নাকি সেটা  দেওয়াটা তার পক্ষে  সমীচিন।এটা কি প্রকৃতির কোনো অলিখিত আইন লঙ্ঘন  করে? এটা কি সকলকে বলা উচিত?

শবযাত্রা -একটা ঘটনা সেটা বহুদিন আগে ঘটে গেছে।  কালের চক্রে আবার তা ঘটমান যার শেষটা দেখা হয়ে ওঠেনি প্রত্যক্ষদর্শীর সে কি আবার তা দেখতে পাবে? কোনো কিনারা হবে সে রহস্যময় ঘটনার? 

ওইজাবোর্ড-আমেরিকা থেকে আনা একটা সামান্য  ওইজাবোর্ডের প্রভাবে ঘটে যাওয়া এক অপরাধ। সে অপরাধের দায়ভার কার? মানুষের মনের গোপনতম কারসাজির না কি কোনো ভৌতিক চক্রান্ত! 

সে-প্রকৃতিতে থাকা সামঞ্জস্যপূর্ণ  বস্তু দেখতে থাকা চোখ যখন অসামঞ্জস্যতা প্রত্যক্ষ  করে তখন সেই বিরূপতার পরিণতি হয় ভয়াবহ। মুহুর্তে  ঘটে যায় বিনাশ। তবুও প্রকৃতি সবসময় সচেষ্ট  থাকে বিপরীতমুখীতার সহাবস্থান  ঘটাতে।এ গল্পও তেমনি এক ভয়াবহতায় শুরু ও শেষ হয় কিন্তু  আদৌ কি শেষ হয় জানতে হলে  গল্পটি পড়তে হবে।

 ভয় হলো একটি অনুভূতি। আমাদের জানার বাইরে যা আমাদের মনের গোচরে আসে তাই আমাদের শিহড়ন জাগানো বিস্ময়ের সৃষ্টি  করে।প্রথমে হয়তো আমরা তা মানতে চাই না বা বিশ্বাস  করতে চাই না কিন্তু  কিছু ঘটনা যখন যার সাথে ঘটে তখন তার মন তা মানতে বাধ্য  হয়। যেগুলো কখনো হয় জটিল মনের কারসাজির  প্রভাবে কখনো বা নিখাদ ভৌতিক রোমাঞ্চকর অভিজ্ঞতায়। বইটির গল্পগুলিও এমনই কিছুর রচনাভুক্ত।প্রতিটি গল্পই পড়ার শেষে একটা ঝিম ধরানো ভয়াবহতার সাক্ষী থাকতে হবে।

 review
নির্বাচিত ভূতের গল্প পরমায়ুন আহমেদ
পাথর পিঁপড়ে, হায়াসঙ্গী শবযাত্রা, ওইজাবোর্ড সে।
ছয়টি গল্পের সমাহারে সজ্জিত হুমায়ুন আহমেদ স্যার রচিত নির্বাচিত ভূতের গল্প। ভূতের গল্প মানেই এক অন্য জগত যা বিশ্বাস অবিশ্বাসের সীমারেখায় দোদুল্যমান। রোমাঞ্চকর শিহড়নের স্তরে স্তরে যেন রয়ে যায় বিস্ময়। এ বইটির ক্ষেত্রে ও তার অন্যথা হয়নি। প্রত্যেকটি গল্পই পারিপার্শ্বিক সামাজিক প্রেক্ষাপটে লেখা যার ফলে গল্পগুলি এতটাই প্রানবন্ত যে অলৌকিকতার সীমা পার করেও যাকে মনে হয় অতি মাত্রায় বাস্তব। আর এখানেই লেখকের লেখনীর সার্থকতা।
পাথর-দুটি অসম বয়সী প্রেমের এক মর্মান্তিক পরিণতি ঘন রহস্যের জাল বুনন করেছে। মনস্তাত্ত্বিক এ গল্পের মাধ্যমে মানুষের মনের অন্ধকার দিকের পাশাপাশি উঠে আসে অপরাধ প্রবন মানসিকতার চরমতম দিক।
 পিঁপড়ে মানুষের কর্মফল তার ভবিষ্যতের ওপর কিভাবে প্রভাব বিস্তার করে এ গল্প তারই কথা বলে। নিয়তির অমোঘ খেলায় কিভাবে মানুষ এগিয়ে যায় তার মৃত্যুর দিকে এ গল্প তারই প্রমান।
ছায়াসঙ্গী-মৃত্যুকে খুব কাছ থেকে প্রত্যক্ষ করার পর বা কবর থেকে উঠে আসার পর কোনো মানুষ কি তার বর্ননা দিতে পারে নাকি সেটা দেওয়াটা তার পক্ষে সমীচিন। এটা কি প্রকৃতির কোনো অলিখিত আইন লঙ্ঘন করে? এটা কি সকলকে বলা উচিত?
শবযাত্রা -একটা ঘটনা সেটা বহুদিন আগে ঘটে গেছে। কালের চক্রে আবার তা ঘটমান যার শেষটা দেখা হয়ে ওঠেনি প্রত্যক্ষদর্শীর সে কি আবার তা দেখতে পাবে? কোনো কিনারা হবে সে রহস্যময় ঘটনার?
ওইজাবোর্ড-আমেরিকা থেকে আনা একটা সামান্য ওইজাবোর্ডের প্রভাবে ঘটে যাওয়া এক অপরাধ। সে অপরাধের দায়ভার কার? মানুষের মনের গোপনতম কারসাজির না কি কোনো ভৌতিক চক্রান্ত!
সে-প্রকৃতিতে থাকা সামঞ্জস্যপূর্ণ বস্তু দেখতে থাকা চোখ যখন অসামঞ্জস্যতা প্রত্যক্ষ করে তখন সেই বিরূপতার পরিণতি হয় ভয়াবহ। মুহূর্তে ঘটে যায় বিনাশ। তবুও প্রকৃতি সবসময় সচেষ্ট থাকে বিপরীতমুখীতার সহাবস্থান ঘটাতে। এ গল্পও তেমনি এক ভয়াবহতায় শুরু ও শেষ হয় কিন্তু আদৌ কি শেষ হয় জানতে হলে গল্পটি পড়তে হবে।
ভয় হলো একটি অনুভূতি। আমাদের জানার বাইরে যা আমাদের মনের গোচরে আসে তাই আমাদের শিহড়ন জাগানো বিস্ময়ের সৃষ্টি করে। প্রথমে হয়তো আমরা তা মানতে চাই না বা বিশ্বাস করতে চাই না কিন্তু কিছু ঘটনা যখন যার সাথে ঘটে তখন তার মন তা মানতে বাধ্য হয়। যেগুলো কখনো হয় জটিল মনের কারসাজির প্রভাবে কখনো বা নিখাদ ভৌতিক রোমাঞ্চকর অভিজ্ঞতায়। বইটির গল্পগুলিও এমনই কিছুর রচনাভুক্ত। প্রতিটি গল্পই পড়ার শেষে একটা ঝিম ধরানো ভয়াবহতার সাক্ষী থাকতে হবে।

রিভিউটি লিখেছেনঃ Rakhi Bhaumik

Post a Comment

0 Comments