মৌন মগধে এবং - অভীক মুখোপাধ্যায় Mouna Magadhe Ebong by Avik Mukhopadhyay
প্রকাশক - BIVA Publication
লেখক - Avik Mukhopadhyay
মূল্য - ১৭৭/-
অলঙ্করণ - ওঙ্কারনাথ ভট্টাচার্য💥 আজকে শেষ করলাম অভীক মুখোপাধ্যায়ের লেখা "মৌন মগধে এবং" বইটি।
যারা ইতিহাসকে কিসসা-কাহিনীর মাধ্যমে পড়তে ভালোবাসেন, এই বই তাঁদের জন্য।এই বইটিতে মোট ১০ টি গল্প রয়েছে।প্রত্যেকটি গল্প বিভিন্ন স্বাদের। শেষ গল্পটি ছাড়া বাকি গল্পগুলি বেশ ভালোই লেগেছে। প্রত্যেকটি গল্পে বিভিন্ন ঐতিহাসিক চরিত্রের উল্লেখ রয়েছে এবং তাদের নিয়ে রয়েছে অজানা কাহিনী। সম্রাট অশোক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, আলাউদ্দিন খিলজি, মহম্মদ-বিন-তুঘলকের মতো চরিত্রের সন্ধান পাই এই বইতে। ব্যাক্তিগতভাবে "মৌন মগধে" গল্পটি আমার খুব ভালো লেগেছে।
💥
করুণাধারায়:- সম্রাট বিম্বিসার পুত্র লাভের আশায় করছেন বিশাল যোগ্য এবং তাতে বলি হবে শয়ে শয়ে মেষ.....কিন্ত বাধা দিলেন এক সন্যাসী। কী হবে শেষ পর্যন্ত?
দীপ জ্বেলে যাই:- কপিলাবস্তুতে রাতের অন্ধকারে নগর ছাড়লেন দুই বন্ধু। পরে তারা আবার এসে উপস্থিত হলেন কপিলাবস্তুতে কিন্ত দুই ভিন্ন উদ্দেশ্য নিয়ে। এর পরিণতি কী হবে?
মৌন মগধে:- সম্রাট অশোকের জীবনের এক কলঙ্কিত অধ্যায়ের কাহিনী বর্ণিত রয়েছে এই গল্পে।
প্রহেলিকা:- গুপ্ত সম্রাট রামগুপ্তর শাসনকালে ঘটে গেছে এক নারকীয় হত্যাকান্ড ও অপহরণ হয়েছে এক ষোড়শী। সন্দেহের তীর দ্বিতীয় চন্দ্রগুপ্তের দিকে। কী হবে শেষ পর্যন্ত?
মেনাল মন্দির:- রাজস্থানের একটি শিব মন্দিরের ছত্রে ছত্রে রতিচিত্র। কী এই মন্দিরের ইতিহাস?
সাক্ষী ছিল শিরস্ত্রাণ:- মালওয়া রাজ্যের সঙ্গে আলাউদ্দিন খিলজির ভীষন যুদ্ধ। অমলিন এক প্রেমকথার সাক্ষী রইল এই যুদ্ধ।
বেনজির:- পিতা গিয়াসুদ্দীন তুঘলককে দিল্লিতে স্বাগত জানাতে পুত্র মহম্মদ-বিন-তুঘলক বানালেন এক কাঠের মহল। কী ঘটল তারপর?
শেষ প্রণাম:- ছত্রপতি শিবাজী কে বাঁচাতে কত সেনা, মারাঠা নিজেকে বলিদান দিয়েছেন সেইরকম একটি ঘটনার কথা রয়েছে এই কাহিনীতে।
কোহিনুরের মূল্য:- কোহিনুর হিরের ইতিহাস নিয়ে একটি সুন্দর কাহিনী।
লিঙ্গোপেন:- মধ্যভারতের অরণ্যভূমির এক আদি দেবতার কথা যে প্রথম সুর ও বাদ্যযন্ত্র তৈরী করে।
প্রকাশক - BIVA Publication
লেখক - Avik Mukhopadhyay
মূল্য - ১৭৭/-
অলঙ্করণ - ওঙ্কারনাথ ভট্টাচার্য💥 আজকে শেষ করলাম অভীক মুখোপাধ্যায়ের লেখা "মৌন মগধে এবং" বইটি।
যারা ইতিহাসকে কিসসা-কাহিনীর মাধ্যমে পড়তে ভালোবাসেন, এই বই তাঁদের জন্য।এই বইটিতে মোট ১০ টি গল্প রয়েছে।প্রত্যেকটি গল্প বিভিন্ন স্বাদের। শেষ গল্পটি ছাড়া বাকি গল্পগুলি বেশ ভালোই লেগেছে। প্রত্যেকটি গল্পে বিভিন্ন ঐতিহাসিক চরিত্রের উল্লেখ রয়েছে এবং তাদের নিয়ে রয়েছে অজানা কাহিনী। সম্রাট অশোক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, আলাউদ্দিন খিলজি, মহম্মদ-বিন-তুঘলকের মতো চরিত্রের সন্ধান পাই এই বইতে। ব্যাক্তিগতভাবে "মৌন মগধে" গল্পটি আমার খুব ভালো লেগেছে।
💥
করুণাধারায়:- সম্রাট বিম্বিসার পুত্র লাভের আশায় করছেন বিশাল যোগ্য এবং তাতে বলি হবে শয়ে শয়ে মেষ.....কিন্ত বাধা দিলেন এক সন্যাসী। কী হবে শেষ পর্যন্ত?
দীপ জ্বেলে যাই:- কপিলাবস্তুতে রাতের অন্ধকারে নগর ছাড়লেন দুই বন্ধু। পরে তারা আবার এসে উপস্থিত হলেন কপিলাবস্তুতে কিন্ত দুই ভিন্ন উদ্দেশ্য নিয়ে। এর পরিণতি কী হবে?
মৌন মগধে:- সম্রাট অশোকের জীবনের এক কলঙ্কিত অধ্যায়ের কাহিনী বর্ণিত রয়েছে এই গল্পে।
প্রহেলিকা:- গুপ্ত সম্রাট রামগুপ্তর শাসনকালে ঘটে গেছে এক নারকীয় হত্যাকান্ড ও অপহরণ হয়েছে এক ষোড়শী। সন্দেহের তীর দ্বিতীয় চন্দ্রগুপ্তের দিকে। কী হবে শেষ পর্যন্ত?
মেনাল মন্দির:- রাজস্থানের একটি শিব মন্দিরের ছত্রে ছত্রে রতিচিত্র। কী এই মন্দিরের ইতিহাস?
সাক্ষী ছিল শিরস্ত্রাণ:- মালওয়া রাজ্যের সঙ্গে আলাউদ্দিন খিলজির ভীষন যুদ্ধ। অমলিন এক প্রেমকথার সাক্ষী রইল এই যুদ্ধ।
বেনজির:- পিতা গিয়াসুদ্দীন তুঘলককে দিল্লিতে স্বাগত জানাতে পুত্র মহম্মদ-বিন-তুঘলক বানালেন এক কাঠের মহল। কী ঘটল তারপর?
শেষ প্রণাম:- ছত্রপতি শিবাজী কে বাঁচাতে কত সেনা, মারাঠা নিজেকে বলিদান দিয়েছেন সেইরকম একটি ঘটনার কথা রয়েছে এই কাহিনীতে।
কোহিনুরের মূল্য:- কোহিনুর হিরের ইতিহাস নিয়ে একটি সুন্দর কাহিনী।
লিঙ্গোপেন:- মধ্যভারতের অরণ্যভূমির এক আদি দেবতার কথা যে প্রথম সুর ও বাদ্যযন্ত্র তৈরী করে।
রিভিউটি লিখেছেনঃ Henry Beans
0 Comments
আপনার মতামত লিখুন।