বই - মধুরেণ
লেখক - ইন্দ্রনীল সান্যাল
"মধুরেণ" বইয়ের ফ্ল্যাপের লেখা:
রান্না-পাগল মধুরা ভৌমিকের জীবনে বারবার অজস্র সুযােগ এসেছে। রান্নার স্বার্থে সে সব সুযােগ ছেড়ে দিয়েছে। লন্ডনের টিভি চ্যানেলের কুকারি শাে-তে অংশ নেওয়ার জন্যে বাড়ি ছেড়েছে, ছেড়েছে পরিবার ও প্রেমিক। এই পাগলামির জন্যে প্রেমিক তাকে ছেড়ে গেছে। টিভি শাে-এর পরবর্তী সিজন থেকে রিজেক্টেড হয়ে সে ফিরে এসেছে কলকাতায়। চোখে স্বপ্ন, রেস্তোরাঁ খুলে মানুষকে খাওয়াবে। কিন্তু সেই ভেঞ্চার ব্যর্থ হল। জীবনের বাকি দরজাগুলাে বন্ধ করে প্যাশনের পিছনে দৌড়তে দৌড়তে একটা সময় মধুরা বুঝতে পারল, এত দৌড়ে সে কোথাও পৌঁছতে পারেনি এবং ফেরার পথ বন্ধ হয়ে গেছে। বাঁধনহারা একবগ্না দৌড়ের একটা লক্ষ্য থাকে। লক্ষ্যে পৌঁছলে সেই দৌড় সফল। কিন্তু পৌঁছতে না পারলে? জীবন কি ব্যর্থ হয়ে যায়? সানন্দা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত, রান্নাবান্নার অনুষঙ্গে বাঁধা এই উপন্যাস আদতে জীবনের আদর্শগত সংকটের দিকে আলাে ফেলেছে।
রিভিউঃ
এই উপন্যাস টি আসলে লেখক ইন্দ্রনীল সান্যালের পাঁচফোড়ন উপন্যাসের দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা দেখতে পাই মধুরা যার প্যাশন হলো রান্না, সেই রান্নার জন্যই সে সব হারিয়ে নিঃস্ব, নাম খ্যাতি পেলেও সে একসময় শূন্যে দাঁড়িয়ে। সেই শূন্য থেকে ঘুরে দাঁড়াবার কাহিনি হলো মধুরেন। ঝরঝরে লেখা, প্রথম থেকে শেষ পর্যন্ত টানটান, শেষ না করা পর্যন্ত পাঠক কে ধরে রাখে। কিছু ক্ষেত্রে ওভার ড্রামাটিক লাগলেও লেখার গুনে বইটি মন জয় করে নিয়েছে।
আমার ব্যক্তিগত মত হলো যদি কেউ এই উপন্যাস টি পড়তে চান তাহলে পাঁচফোড়ন উপন্যাসটি আগে পড়া ভালো।
রিভিউটি লিখেছেনঃ Mon
0 Comments
আপনার মতামত লিখুন।