লামার ঝোলা - কর্ম জ্ঞান বজ্ররেপা Lamar Jhola by by Karma Gyan Bajra Repa

লামার ঝোলা - কর্ম জ্ঞান বজ্ররেপা Lamar Jhola by by Karma Gyan Bajra Repa

বইয়ের নাম: লামার ঝোলা
লেখক: কর্ম জ্ঞান বজ্ররেপা

প্রথমেই বলে রাখি এটি কোন নিছক গল্পের বই নয়। এটি হলো একজন সাধারন মানুষের অভিজ্ঞতার ঝোলা। এই অভিজ্ঞতায় ওনাকে পরবর্তীকালে বৌদ্ধ সন্ন্যাসীতে পরিণত করেছে। বইটিতে ছোট ছোট কতগুলি অভিজ্ঞতা অনুগল্প আকারের সাজে লিখেছেন। অভিজ্ঞতাগুলো পরলে সত্যি হকচকিয়ে যেতে হয়।
ভদ্রলোক কি করেননি!
অঘোরীদের সাথে বসে মদ্যপান থেকে শুরু করে ভিক্ষা পর্যন্ত করেছেন।
প্রত্যেক গল্পেই উঠে এসেছে সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠা। কোথাও কোথায় প্রকাশ পেয়েছে কিছু লোকের চরিত্র। আমার মনে হয় এই একবার অন্তত পড়া উচিত।

রিভিউটি লিখেছেনঃ Abhishek

Post a Comment

0 Comments