কণিষ্কের মুন্ডু - অলোক সান্যাল Kanishker Mundu by Alok Sanyal

কণিষ্কের মুন্ডু - অলোক সান্যাল Kanishker Mundu by Alok Sanyal

কণিষ্কের মুন্ডু
অলোক সান্যাল
পৃথিবীর জন্য অপেক্ষা করছে এক অনন্য চমক।
যুধাজিৎ একদিন সকালে তার প্রফেসর বিবর্তন ভট্টাচার্য এর কাছ থেকে হঠাৎ বার্তা পায় তাদের কাল ই অভিযান এ বেরোতে হবে। কাবুলের পথে। অবাক ই হয় সে।

এরপর আমরা এই দুই মানুষের সাথে দেখতে পাই প্রফেসর এর কাছে থাকা হ্যারিস মুর এর ডায়েরি। ইতিহাস এই সাহেব কে মনে রাখেনি। কিন্তু ইনি এক যুগান্তকারী জিনিস এর সন্ধান পেয়েছিলেন যা জানা গেলে ইতিহাস নতুন করে লেখা হবে। তবে তা অধরা ই থেকে যায়।

সেই অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতেই চিন সরকার এর সাথে এই দুই মানুষের কঠোর অভিযান। এর সাথে সেখানকার মাফিয়া কিং পিন ও আছেন ভিলেন। শেষ অবদি  কি সফল হবে এরা? কি খুঁজতে যাচ্ছেন এনারা?

তিয়েনসান বা স্বর্গের পাহাড়, তাকলামাকান  এর পার্বত্য উপভূমি, আকাশে লাল, হলুদ, কমলার খেলা করা অদ্ভুত সৌন্দর্য, সেই সাথে ভয়ংকর ভূমি ঝড়, আঁধি সবকিছু র সাক্ষী হয়ে থাকবেন।
আমরা কেন সর্বদা কণিষ্কের মুন্ডু বিহীন মুর্তি দেখতে পাই? এর সাথে সেই সময়ের ইতিহাস জানতে পারবেন।
এই গল্প যেখানে শেষ আর একটি গল্প শুরু। এর পরের বই আসবে আশা করি। দারুণ লাগল।

রিভিউটি লিখেছেনঃ রিয়া

Post a Comment

0 Comments