বই - কালিন্দী
লেখিকা - বাণী বসু
"কালিন্দী" বইয়ের ফ্ল্যাপের লেখা:
যমুনার স্বচ্ছ নীল জলে সেদিন রুপাের মতাে চাদ বিম্বিত হয়ে রয়েছে, ঢেউয়ে ঢেউয়ে ভেঙে টুকরাে টুকরাে হয়ে যাচ্ছে রুপাের কুচি। বড় শােভা! সেই কলস্বনা যমুনা, যার আরেক নাম কালিন্দী, তার তীরে দাঁড়িয়ে এক রমণী। চাদের আলােয় দেখতে পাচ্ছি সে কৃষ্ণা এবং নতনাস, তার দৈর্ঘ্যও খুব বেশি নয়, কিন্তু তা সত্ত্বেও বড়ই চিত্তাকর্ষক সে। ফণাধরা লতার মতো তার কোঁকড়ানাে চুল ছড়িয়ে রয়েছে কাদের পরে। এদিক ওদিক উলটোনাে রয়েছে ডিঙি নৌকা, খুঁটি পুঁতে পুঁতে মেলা রয়েছে মাছ ধরার জাল। সবকিছুর ওপর চিকচিক করছে চাঁদের হাসি। রমণী কিছুই দেখছে না, কী এক ভেতরের আবেগে ফুলে ফুলে উঠছে, ভালাে করে দেখলে বােঝা যাবে তার চোখে ছলছল জল, মুখে খেলা করছে বিচিত্র এক মােনালিসা হাসি। সে খুশি, খুব খুশি, সেই সঙ্গে তাকে ভর করেছে কী এক অস্বস্তি। সেটা শঙ্কার কাছাকাছি।
রিভিউঃ
এ গল্প মহাভারত এর অনেক আগের। কালিন্দী কে নিয়েই এই গল্প। কিভাবে সে রাজা শান্তনু এর স্ত্রী সত্যবতী হয়ে উঠলো।
কিভাবে শান্তনুর ছেলে দেবব্রত ভীষ্ম হয়ে উঠলো তার ও অনেক বর্ণনা পাওয়া যায়।
সবাই কে এই গল্পটি পড়া উচিত। এক ধীবর বংশের কন্যার ভারত এর সবথেকে গৌরবময় বংশের মহারানী হয়ে ওঠার এক অবিস্মরণীয় কাহিনী আর সঙ্গে বাণী বসুর লেখনী। খুব সুন্দর ভাবে পরিবেশনা করেছেন।
রেটিং - ৪.৫/৫
রিভিউটি লিখেছেনঃ Sabyasachi Paul
0 Comments
আপনার মতামত লিখুন।