বই: হিমালয় অভিযান ও শেরপা তেনজিং
লেখকবৃন্দ: সুবোধ ঘোষ, সাগরময় ঘোষ, সুশীল রায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, গৌরকিশোর ঘোষ, রমাপদ চৌধুরী
প্রকাশনা: ক্যালকাটা বুক ক্লাব লিমিটেড
ভারতীয় পুরাণ অনুসারে ভারতবর্ষের ভৌগোলিক সীমানা বর্ণনা করা হয়েছে যে ভূখণ্ড সমুদ্রের উত্তরে এবং হিমালয়ের দক্ষিণে অবস্থিত। হিমালয়ের সাথে পৌরাণিক সম্পর্ক বিশেষ লক্ষণীয়, তাই হিমালয়ের কোলের তীর্থস্থানগুলি বিশেষ সমাদর অর্জন করেছে। ভারতীয় সংস্কৃতির জন্মভূমি হিসেবে গঙ্গা-যমুনার উপত্যকা গৃহীত। টেথিস সাগর হিমালয়েরই পূর্বরূপ তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।
বাঙালির সন্তান রাধানাথ শিকদার জর্জ এভারেস্টের গণিত পদ্ধতিতে প্রথম হিমালয় তথা সারা বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গের উচ্চতা পরিমাপ করেন। ইংরেজদের কলকাঠিতে সেই কৃতিত্ব গোপন করার চেষ্টা হলেও তা ব্যর্থ হয়।
উত্তর ও দক্ষিণ মেরু জয়ের পর মানুষ এভারেস্ট, তিব্বতি ভাষায় চোমোলাংমা জয়ের পথে অগ্রসর হয়। এই পথে পদে পদে বাধা-বিপত্তির উপস্থিতি। প্রকৃতির সাথে লড়াইয়ে বহু মানুষের প্রাণত্যাগ সামলে ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যান অভিযাত্রীরা। বারংবার ব্যর্থতা সত্ত্বেও নিরাশ হয়ে হাল ছেড়ে না দিয়ে নতুন উদ্যমে পথ চলা শুরু হয়। বিদেশি অভিযাত্রীদের সহায়ক হয়ে ওঠেন শেরপা-রা। পৃথিবীর অন্যতম রহস্য তুষারমানব ইয়েতির অস্তিত্বের প্রমাণ অভিযাত্রীরা পাবেন কি?
দার্জিলিংয়ের তুং সুং বস্তিতে বড় হয়ে ওঠা তেনজিং নোরগের মনে জেগে ওঠে এভারেস্ট জয়ের স্বপ্ন। কখনো হার-না-মানা তেনজিং অদম্য সাহস, শারীরিক দক্ষতা ও মনের জোরকে অবলম্বন করে অবশেষে জয়লাভ করলেন সঙ্গী এডমন্ড হিলারী-কে নিয়ে ৬৯ বছর আগে আজকের দিনে। শেরপা তেনজিং নোরগে ও এডমন্ড হিলারীর এই সাফল্যের প্রতি কুর্নিশ জানায় সমগ্ৰ মানবজাতি।
অংশবিশেষ:
"এভারেস্টে কে আগে উঠেছে?" প্রশ্নের উত্তরে তেনজিং বলেন "আপনারা দড়িটাকে মনে রাখবেন। একদিকে বাঁধা ছিলেন হিলারী, অন্যদিকে বাঁধা ছিলাম আমি। ওই দড়িটাই হলো পৃথিবীর মানুষের দুর্দম আকাঙ্ক্ষার প্রতীক। আমি আর হিলারী দুটো বিচ্ছিন্ন সত্তা নই, সমগ্র মানবসত্তার দুটো অংশমাত্র। কে আগে এভারেস্টে উঠেছে? মানুষ। এ ছাড়া অন্য জবাব আর আমার নেই।"
রেটিং - যতই দেব কম দেওয়া হয়ে যাবে। অবশ্য পাঠ্য।
রিভিউটি লিখেছেনঃ Rounak Maity
0 Comments
আপনার মতামত লিখুন।