নাম : হায়রোগ্লিফের দেশে
লেখক : অনির্বাণ ঘোষ
প্রকাশনী : বুক ফার্ম
ধরণ : সভ্যতা ও ইতিহাস
মূল্য : ৩৯৫/-
দেশ : ভারত
কভারঃ
মিশর দেশটা নিয়ে কৌতূহলী নয় এমন বাঙালি খুব কমই আছেন। সাড়ে পাঁচ হাজারেরও বেশি পুরোনো একটা সভ্যতা, যার সঙ্গে জড়িয়ে আছে কত ফারাও, কত দেবদেবীর নাম। পিরামিড, মমি, স্ফিংস এবং আরও কত কী! কত রোমাঞ্চকর সব আখ্যান জড়িয়ে রয়েছে এর ইতিহাসের সঙ্গে। আবার হুগলী নদীর তীরের কলকাতা শহরে ছড়িয়ে রয়েছে অজস্র মিশরীয় মনিমানিক্য। তার খবরই বা ক'জন রাখেন!
"হায়রোগ্লিফের দেশে' নিয়ে এল সেই সব গল্প যার কিছু কিছু জানা, এবং বেশির ভাগই অজানা। শুকনো ইতিহাসের কচকচি না, বরং স্বাদু অথচ সহজপাচ্য গল্পের আকারে বলা এক হারিয়ে যাওয়া সময়ের কথাই এই বইয়ের মূলধন।
তার সঙ্গে আছে ২০০-এর বেশি ছবি, যার বেশ কিছু দুর্লভ, দুষ্প্রাপ্য।
এমন বই বাংলা ভাষায় খুব কমই আছে।
রিভিউঃ
এখনো নিখুঁত প্রাচীন মিশরের তরতাজা পিরামিড, মমি, স্ফিংস ইত্যাদি সম্পর্কে কৌতূহলী নন কম বাঙালিই আছেন। বক্ষ্যমাণ বই'র লেখকও তাই। বিভিন্ন মাধ্যমে জানতে চেষ্টা করেছেন পাঁচ হাজারেরও বেশি বয়সী মিশরীয় সভ্যতাকে। এই সভ্যতার সাথে ফারাও (ফেরাউন), খুফু, বিভিন্ন দেবদেবীসহ জড়িয়ে আছে বহু রোমাঞ্চকর আখ্যান। শুধু তাই নয়, কলকাতা শহরে অস্তিত্বমান অজস্র মিশরীয় মণিমুক্তার জানান দেয়া আছে। ক'জনই বা এসব খবর রাখেন? এমনই কিছু জানা-অজানা নিয়ে তথ্য আর গল্পের পারফেক্ট কম্বিনেশন 'হায়রোগ্লিফের দেশে'।
বইটির ধরণ ও তথ্যাবলী ঐতিহাসিক হলেও লেখক তাঁর স্বাদু কলমের আঁচড়ে সহজপাচ্য গল্প ফুটিয়ে তুলে ইতিহাসের কচকচানি দূরীভূত করেছেন।
সাথে আছে দু'শর অধিক চমকপ্রদ ঝকঝকে ছবি, যার বেশ কিছু দুর্লভ।
রিভিউটি লিখেছেনঃ
0 Comments
আপনার মতামত লিখুন।