ছবি: গুলদস্তা (২০২০)
পরিচালক: অর্জুন দত্ত
IMDb: ৬.৮/১০
আমার রেটিং : ৬/১০
'ইয়ে জিন্দেগি ইয়াদো কি গুল্লাক সি' বলে পারিবারিক ড্রামাকে অন্য লেভেলে নিয়ে গিয়েছিল টিভিএফ । সে তো ছিল হিন্দি ওয়েব সিরিজ। কিন্তু ফ্যামিলি ড্রামার স্বর্গরাজ্য আমাদের বাংলা। এখানেও যে 'ইয়ে জিন্দেগি ইয়াদো কি গুলদস্তা' বলে এত সুন্দর সাজানো গোছানো ফুলের গুচ্ছ উপহার দেওয়া যায়, তা ইন্ডি ফিল্ম মেকার অর্জুন দত্ত সুন্দরভাবে প্রমাণ করলেন।
ড্রইংরুম ড্রামা শক্তিশালী অভিনয় দাবী করে, যার পনেরো আনা যদি স্বস্তিকা মুখোপাধ্যায় করে থাকেন, বাকি এক আনা পুরোপুরি শোধ করেছেন বাকিরাও, বিশেষ করে বুম্বা -পত্নী অর্পিতা । ছবি মূলত শ্রীরূপা (অর্পিতা) ও অর্ণব (ঈশান) এর সম্পর্কের শীতলতা ও অর্ণবের অফিসের কর্মী রিয়ার (অনুরাধা) সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা বলে শুরু হয় দুঃখের আবহ দিয়ে। এরপর ছবিতে আবির্ভাব ঘটে সেলসপারসন ডলির (স্বস্তিকা) , যিনি প্রত্যাশা মতই একটা positive vibe নিয়ে আসেন তাদের জীবনে প্রদীপ এর মত হয়ে। এরপর তাদের জীবনের মূলধারার কীভাবে পরিবর্তন হয় বা effected হয় সেই নিয়েই পারিবারিক ছবি গুলদস্তা। স্বস্তিকা মুখর্জির প্রতি এন্ট্রিতে ভীষণ সুন্দর মিষ্টি মিষ্টি একটা মিউজিক হয় যা সত্যিই অনবদ্য। এছাড়াও ছবির এডিটিং এত ক্রিস্প, সত্যিই আজকাল বাংলায় এমন এডিটিং সচরাচর দেখি না। ফলে ছবিটি অহেতুক মেদবহুল হয়নি।
গল্পে আহামরি কিছু নেই, বা চমকে দেবার কোনো ফ্যাক্টর নেই। তাই unexpected কিছু আশা করে দেখতে বসবেন না। এমনকি অনেকের মতামতের বিপরীতে গিয়ে একটা কথা সৎ সাহস করে বলছি, ক্লাইম্যাক্স আমার একটুও ভালো লাগেনি; উল্টে কেমন যেনো গতানুগতিক মেলোড্রামাটিক লাগলো, সেই গথে বাঁধা বাঙালি সেন্টিমেন্ট ধরা দিল - অন্য কিছু করার অবকাশ ছিল না কি? এছাড়াও অনেক ইমোশনাল জায়গায় ডাবিং এর প্রবলেম চোখে ধরা দিল, যা একেবারেই বেমানান। এতসবের পরেও দুর্দান্ত স্ক্রিনপ্লে, এডিটিং, কালারফুল সুদৃশ্য চিত্রগ্রহণ, সুন্দর মিউজিক , শক্তিশালী অভিনয়, দক্ষ ডিরেকশন এর সাক্ষী হতে একবার হলেও সিনেমাটি দেখেই ফেলুন। খুব একটা হতাশ করবে না ফুলের সৌরভবাহী এই গুলদস্তা।
ইন্ডিপেন্ডেন্ট সিনেমাকে মনে প্রাণে সাপোর্ট করুন; আরও ভালো ভালো কাজ করতে উৎসাহ দিন।
রিভিউটি লিখেছেনঃ চকোলেট বয়
0 Comments
আপনার মতামত লিখুন।