বই - রোমহর্ষক সংকলন ১৪২৯
সম্পাদনা - গল্প কুটির
দাম - ১৫০ টাকা
রেটিং - ৮/১০
অরণ্যমন এর ওয়েব সাইটটি ঘটছিলাম কি বই অর্ডার করা যায় সেটা দেখার জন্য, এমন সময় নজর গিয়েছিল এই বইটির উপর। দামটা কম দেখে সাথে সাথে কিনেও ফেলি। এরপর কিছুদিনের মধ্যেই ডেলিভারী পেয়ে যাই বইটি। ডেলিভারী পাওয়ার দিনই বইয়ের একটা গল্প পড়েছিলাম। ভালো লেগেছিল। কিন্ত বাকি দশটা গল্প পড়ার সময় পাচ্ছিলাম না। গত রবিবারের সকাল থেকেই বইটি নিয়ে বসে গেছিলাম পড়তে। আর তারপরই বসে যাই রিভিউ লিখতে।
বইটিতে মোট ১১ টি গল্প আছে। তাও আবার লেখা প্রাপ্তমনস্ক গল্প। কিন্ত একটি গল্প ছাড়া সেভাবে আমার মনে হয়নি বইটি প্রাপ্তমনস্কদের জন্য। আমি বইটির ১১টি গল্পের রিভিউ ভেঙ্গে ভেঙ্গে লিখলাম না।
১১ টি গল্পের মধ্যে একটি গল্প অর্থাৎ লেখক বিনোদ ঘোষাল এর লেখা "গন্ধ" গল্পটি আমার আগে পড়া ছিল। আর বাকি ১০ টি গল্পের মধ্যে ২ টি গল্প অর্থাৎ লেখক দেবাশিস বন্দোপাধ্যায় এর লেখা "হিমেল বাতাস" এবং লেখিকা সুবর্ণা মান্নার লেখা "পারফিউম" গল্পদুটি আমার অতটা ভালো লাগেনি। এছাড়া বাকি ৮ টি গল্প আমার ভালো লেগেছে। এই ৮ টি গল্পের মধ্যেও যদি পছন্দের ফার্স্ট-সেকেন্ড বলতে হয়, তাহলে বলবো লেখিকা এমিলি বিশ্বাস এর লেখা "খেই" আর লেখিকা অনিন্দিতা পাত্র এর লেখা "টান" গল্পদুটি আমার খুবই পছন্দ হয়েছে।
সব মিলিয়ে বইটিকে যদি নম্বর দিতে হয় তাহলে আমি বইয়ের গল্প, বাইন্ডিং কোয়ালিটি, পৃষ্ঠার কোয়ালিটি ও বইটির দাম মাথায় রেখে ১০ নম্বরের মধ্যে ৮ নম্বর দেব।
সব শেষে একটাই কথা বলছি, এই বইটি নির্দ্বিধায় আপনারা কিনতে পারেন, কথা দিচ্ছি ঠকবেন না। হয়ত আমার মতই কারো আটটি, কারো আবার নয়টি গল্পও ভালো লাগতে পারে। আর বইটির দামও খুব বেশী না, তাই সহজেই আপনারা বইটি কিনে নিজের সংগ্রহে রাখতে পারবেন।
রিভিউটি লিখেছেনঃ Adhiraj Biswas
0 Comments
আপনার মতামত লিখুন।