চিগারু ত্রিজিৎ কর
প্রকাশনা সাল : 2023
গল্পের মূল চরিত্র : আনন্দী (রিমি) আর তার ছোট বোন তুতুল
রিমি আর তুতুল এর বাবা মা একটা গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার পরে দুইজন পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রাম চালসিয়া আসে নিজের আত্মীয়দের সাথে বাড়ি বিক্রির উদ্যেশে।
গ্রামে ঢোকার মুখেই রিমি আর তুতুল এক ভয়াল স্বপ্নে ভীষণ আকৃতির মুখের অস্পষ্ট ছায়ার মুখোমুখি হয় ।
এরপর চালসিয়া গ্রাম, সেখানকার অধিবাসী আর রিমি এবং তুতুল এর পরিবার ঘিরে এই গল্প গড়ে উঠেছে
কেনো চালসিয়ার শিশুদের অঙ্গহানি ঘটিয়ে দেহে খুঁত করা হয়? বাদনা পরবের পড়ে কেনো চালসিয়া গ্রামের বাচ্চাদের রাত্রি জাগা নিষিদ্ধ ?? কেনো চিগারু নাম মুখে পরপর তিনবার উচ্চারণ করতে নেই?
এইসব জানতে অবশ্যই পড়তে হবে ব্রিজিত কর এর লেখা চিগারু।
ব্যক্তিগত রেটিং : 7/10
রিভিউটি লিখেছেনঃ যাযাবর
0 Comments
আপনার মতামত লিখুন।