অসভ্য চোখ
সায়ন্তনী পুততুন্ডু
প্রথমেই বলে রাখা ভাল যে এই বই টা প্রাপ্তবয়স্কদের জন্য। আগাগোড়া হাস্যরসে মোড়া এই উপন্যাসের সবকটি চরিত্রই স্বতন্ত্র। এখানে কেউ একের পর এক প্রেমিকার থেকে উপেক্ষিত হয়ে ইন্টারন্যাশনাল দেবদাস কারোর আবার বউ ছেড়ে চলে গেছে। ঝগরাটে বউ এর মূক শাশুড়ির মধ্যে এক অভিনব ঝগড়ার কাহিনী শুনিয়েছেন লেখিকা। সামাজিক উপন্যাসের এক ভিন্ন আঙ্গিক এখানে ফুটে উঠেছে। সব মিলিয়ে দারুণ লাগলো।
রিভিউটি লিখেছেনঃ আমি বইপ্রেমী
0 Comments
আপনার মতামত লিখুন।